ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে যে, নতুন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST 2.0) কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা এর সম্পূর্ণ সুবিধা গ্রাহকদের দেবে। নতুন দাম ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। তবে জিএসটি ছাড়াও কোম্পানি তাদের গাড়িতে বাড়তি ডিসকাউন্টের ঘোষণা করেছে। এর ফলে গাড়ির দাম সর্বোচ্চ ১.২৯ লাখ পর্যন্ত কমেছে। জানিয়ে রাখি, কোম্পানি এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। এ বছর শেষ হওয়ার আগেই এই বিশেষ দাম পুনরায় সংশোধন হতে পারে। চলুন কোন গাড়ির কতটা দাম কমল দেখে নেওয়া যাক।
Maruti Suzuki-র মডেলভিত্তিক দাম কমানো
মারুতি সুজুকির প্রায় সব গাড়িতেই দামের বড় ছাড় দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সুবিধা মিলছে মারুতি এস-প্রেসো মডেলে, যার দাম ১,২৯,৬০০ টাকা কমিয়ে এখন শুরু হচ্ছে মাত্র ৩,৪৯,৯০০ (এক্স-শোরুম)। আল্টো কে১০-এ ১,০৭,৬০০, সেলিরিও-তে ৯৪,১০০ এবং ওয়াগন আর-এ ৭৯,৬০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। প্রিমিয়াম হ্যাচব্যাক ও সেডান সেগমেন্টেও মূল্য কমানো হয়েছে – ব্যালেনো এখন শুরু হচ্ছে ৫,৯৮,৯০০ থেকে এবং ডিজায়ার-এর দাম কমে হয়েছে ৬,২৫,৬০০ টাকা।
কোম্পানির জনপ্রিয় এসইউভি রেঞ্জেও বড় সুবিধা দেওয়া হয়েছে। ফ্রঙ্ক্স ও ব্রেজ্জা-তে প্রায় ১.১২ লাখ ছাড় এবং গ্র্যান্ড ভিটারা-র দর কমেছে ১,০৭,০০০ টাকা। সাত সিটার এমপিভি আর্টিগা-তে ৪৬,৪০০, আর প্রিমিয়াম এমপিভি XL6-এ ৫২,০০০ ছাড় দেওয়া হচ্ছে। এমনকি অফ-রোডার জিমনি-র দামেও ৫১,৯০০ টাকা কাটছাঁট হয়েছে।
জিএসটি ২.০ কী বদল আনল
নতুন GST 2.0 কাঠামো গাড়ির করকে আরও সহজ করেছে। এখন শুধুমাত্র দুইটি প্রধান স্ল্যাব থাকবে – ৫ শতাংশ ও ১৮ শতাংশ, যেখানে বড় গাড়ি ও প্রিমিয়াম বাইকের জন্য আলাদা ৪০ শতাংশ স্ল্যাব রাখা হয়েছে। আগের মতো অতিরিক্ত ক্ষতিপূরণ সেস এখন সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। ছোট গাড়ি (পেট্রোল ইঞ্জিন ১,২০০ সিসি পর্যন্ত এবং ডিজেল ১,৫০০ সিসি পর্যন্ত) এখন ১৮ শতাংশ হারে করের আওতায় আসবে, যা আগের ২৮ শতাংশ থেকে অনেকটাই কম। বড় গাড়ি ও SUV-এর ক্ষেত্রেও কর আগের তুলনায় সস্তা হয়েছে।
ক্রেতাদের জন্য কী সুবিধা
এটি আসন্ন উৎসব মরশুমে গ্রাহকদের জন্য দারুণ সুযোগ। যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখন বাজারে দামের দিক থেকে সেরা সময়। ছোট ও কমপ্যাক্ট গাড়িগুলি যেমন S-Presso এবং Alto K10 আরও সাশ্রয়ী হয়েছে। আবার বড় SUV ও প্রিমিয়াম মডেল যেমন Fronx, Grand Vitara ও XL6-এর দাম কমে গিয়েছে, ফলে এই গাড়িগুলির ক্রেতাদেরও লাভ হবে।
মারুতি সুজুকির (Maruti Suzuki) এই দাম কমানোর সিদ্ধান্ত শুধুমাত্র গ্রাহকদেরই নয়, সম্পূর্ণ প্যাসেঞ্জার ভেহিকল বাজারকেও চাঙ্গা করবে। সীমিত সময়ের জন্য দেওয়া এই অফার গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে। ফলে ২০২৫ সালের উৎসব মরশুমে মারুতি সুজুকির বিক্রি আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।