চলতি অর্থবছরের শেষ মাসে এসে ভারতীয় বাজারে মোটরসাইকেল ব্যবসায় বিরাট সিদ্ধান্ত নিল কেটিএম ইন্ডিয়া (KTM India)। সংস্থা ঘোষণা করেছে যে, ভারতে KTM Duke 125 ও RC 125-এর বিক্রি বন্ধ করা হচ্ছে। সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১ এপ্রিল ২০২৫ থেকে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে উক্ত দুই বাইকের বিক্রি। এখন স্বভাবতই যেই প্রশ্নটি উঠছে, তা হল সংস্থার হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী? সেই উত্তর খুঁজতেই এই প্রতিবেদন।
KTM Duke 125 ও RC 125: বাজারে প্রবেশ ও জনপ্রিয়তা
আসলে এই দুটি মোটরসাইকেল OBD-2B আপডেট পাবে না। ফলে সংস্থার পক্ষে এগুলি আর ভারতীয় বাজারে বিক্রি করা সম্ভব হবে না। কেটিএম প্রথমবার ২০১৮ সালে Duke 125 বাজারে আনে, যা ছিল একটি প্রিমিয়াম এবং স্পোর্টি ১২৫ সিসি মোটরসাইকেল। এর, কয়েক বছর পর সংস্থা RC 125 মডেলটি লঞ্চ করে। কেটিএম তখন মনে করেছিল যে, ভারতে স্পোর্টি ১২৫ সিসি সেগমেন্টের চাহিদা রয়েছে, এবং সেই অনুযায়ী বাজারে এই মডেলগুলি বাজার ধরতে সহায়তা করবে।
প্রাথমিকভাবে, এই বাইক দুটি বাজারে ভালো সাড়া পেলেও, Yamaha R15 ও MT-15-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সামনে তা পিছিয়ে পড়ে। জাপানি ব্র্যান্ড Yamaha-এর প্রতি ভারতীয় গ্রাহকদের আস্থা এবং জনপ্রিয়তার কারণে KTM 125cc সেগমেন্টে পিছিয়ে পড়ে।
KTM Duke 125 ও RC 125 বন্ধের কারণ
কেটিএম বেশ কয়েকবার এই মডেলগুলির আপডেট সংস্করণ বাজারে এনেছে, কিন্তু বিক্রির দিক থেকে আশানুরূপ ফল পায়নি। ফলে, সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে ১২৫ সিসি রেঞ্জ আপগ্রেড ও বিনিয়োগ করার চেয়ে, অন্যান্য শক্তিশালী সেগমেন্টের দিকে বেশি মনোযোগ দেওয়া হবে। যদিও ১ এপ্রিল ২০২৫ থেকে Duke 125 ও RC 125 বন্ধ হয়ে যাবে, তবুও ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক থাকবে। ফলে ডিলাররা দ্রুত স্টক শেষ করতে চাইবে এবং ক্রেতাদের জন্য এটি সেরা সময় হতে পারে ভালো ছাড় ও অফার পাওয়ার।
প্রসঙ্গত, বিভিন্ন ক্যাশ ডিসকাউন্ট, ইন্স্যুরেন্স সুবিধা এবং ওয়ারেন্টি অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা KTM Duke 125 বা RC 125 কেনার কথা ভাবছেন, তাদের জন্য এখনই সেরা সুযোগ।