আগ্রাসী ডিজাইনের বাইক হাজির করল কেটিএম, ইঞ্জিনের ক্ষমতা বিস্মিত করবে

ভারতের বাজারে KTM 890 Duke R আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। এই স্ট্রিট নেকেড মোটোরসাইকেলের দাম রাখা হয়েছে ১৪.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। এই লঞ্চ কেটিএম ইন্ডিয়ার বিগ…

KTM 890 Duke R highlights

ভারতের বাজারে KTM 890 Duke R আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। এই স্ট্রিট নেকেড মোটোরসাইকেলের দাম রাখা হয়েছে ১৪.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। এই লঞ্চ কেটিএম ইন্ডিয়ার বিগ বাইক পোর্টফোলিও ঢেলে সাজানোর সাক্ষ্য বহন করে। চলুন বাইকটির প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

ক্র্যাশ টেস্টে সর্বাধিক রেটিং, সুরক্ষায় মাহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়ির নতুন নজির

   

KTM 890 Duke R লঞ্চ হল

স্টাইলিংয়ের দিক থেকে KTM 890 Duke R-রয়েছে শার্প এবং আগ্রাসী ডিজাইন। তবে এতদ সত্ত্বেও কেটিএম-এর আদি ঘরানা বজায় রাখা হয়েছে। এতে উপস্থিত অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, আক্রমণাত্মক ট্যাঙ্ক এক্সটেনশন এবং উন্মুক্ত অ্যালুমিনিয়াম সাবফ্রেম। সবমিলিয়ে বাইকটিতে স্ট্রিট ন্যাকেড লুক ফুটিয়ে তোলা হয়েছে। আবার আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে এই বাইক। যার মধ্যে একটি অরেঞ্জ কালার সাব-ফ্রেম এবং হুইল।

চাকায় এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৮৯০ সিসি, লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ১২১ বিএইচপি পাওয়ার এবং ৯৯ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স এবং একটি স্লিপার ক্লাচ। এই ইঞ্জিন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুখ্যাত।

ভারতে লঞ্চ হল KTM 1390 Super Duke R, দাম শুনলে আঁতকে উঠবেন!

KTM 890 Duke R-এ উপস্থিত একটি ফুল অ্যাডজাস্টেবল টিউবুলার স্টিলফ্রেম, WP Apex ফ্রন্ট ফর্ক এবং WP মোনোশক সাসপেনশন। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে সামনে ৩২০ মিমি ব্রেম্বো রেডিয়াল ক্যালিপার এবং পেছনে ২৪০ মিমি ব্রেম্বো সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক রয়েছে।

ফিচারের সম্পর্কে বললে KTM 890 Duke R-এ লিন-সেনসিটিভ ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, নাইন-লেভেল টিসি সেটিংস এবং তিনটি রাইড মোড – রেইন, স্ট্রিট এবং স্পোর্ট রয়েছে। একটি অপশনাল ট্র্যাক মোডও উপস্থিত। এছাড়াও বাইকটিতে ফুল এলইডি লাইট এবং কালার টিএফটি ডিসপ্লের দেখা মিলেছে। বাজারে এই বাইকের প্রতিপক্ষ হিসাবে রয়েছে Triumph Street Triple RS।