KTM 790 Adventure এল নতুন অবতারে, পেয়েছে আগের চেয়ে আরও ভালো সাসপেনশন

বছর শেষ হতে আর বেশি দেরি নেই। মাস দেড়েক বাদেই ২০২৫ আরম্ভ হতে চলেছে। তার আগেই নতুন অ্যাডভেঞ্চার বাইকের উপর থেকে পর্দা সরাল কেটিএম। অ্যাডভেঞ্চার…

KTM 790 Adventure unveiled

বছর শেষ হতে আর বেশি দেরি নেই। মাস দেড়েক বাদেই ২০২৫ আরম্ভ হতে চলেছে। তার আগেই নতুন অ্যাডভেঞ্চার বাইকের উপর থেকে পর্দা সরাল কেটিএম। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের ক্রমবর্ধমান ভালোবাসা প্রত্যক্ষ করে KTM 790 Adventure-এর নয়া ভার্সন আনল সংস্থা। আপডেট হিসাবে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন, বডিওয়ার্ক এবং সাসপেনশন।

হুন্ডাই আনছে নতুন ইলেকট্রিক SUV, ২০২৫-এর এই সময়ে লঞ্চ

   

KTM 790 Adventure উন্মোচিত হল

ডিজাইলের দিক থেকে KTM 790 Adventure আদপে একটি ব়্যালি বাইক। এটি কোম্পানির 450 Rally বাইকের অনুকরণে তৈরি করা হয়েছে। সদ্য উন্মোচিত অ্যাডভেঞ্চার মডেলটি দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – অরেঞ্জ এবং হোয়াইট।

সবচেয়ে বড় পরবর্তন বলতে এর সাসপেনশন। এখন 890 Adventure মডেলের থেকে সাসপেনশন নেওয়া হয়েছে। ফলে অফ-রোডিং সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। এখন বাইকটি WP Apex ওপেন কার্টিজ ফ্রন্ট ফর্ক, ফুল অ্যাডজাস্টেবল প্রিলোড, কমপ্রেশন এবং রিবাউন্ড পেয়েছে।

Royal Enfield Scram 440 পেল দারুণ আপডেট, অধিক শক্তিশালী ইঞ্জিন, আরও কত কী…

শক্তির উৎস হিসাবে KTM 790 Adventure-এ দেওয়া হয়েছে একটি ৭৯০ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন। এতে উপস্থিত ইন্টিগ্রেটেড নক সেন্সর। এতে কম জ্বালানি পোড়াবে বাইকটি। তাও আবার পারফরম্যান্সে কোন প্রভাব না ফেলেই। প্রসঙ্গত, সম্প্রতি এদেশে 890 Adventure R লঞ্চ করেছে কেটিএম। ভবিষ্যতে বাইকটিক লোয়ার স্পেক ভ্যারিয়েন্ট বাজারে আনতে পারে সংস্থা। 790 Adventure R এদেশের বহু ক্রেতাকে আকৃষ্ট করবে বলে আশাবাদী কেটিএম।