পথ চলা হবে আরও আরামদায়ক! নয়া ভার্সনের KTM 390 Adventure R এই বিশেষ বৈশিষ্ট্য সহ আসছে

কেটিএম-এর (KTM USA) মার্কিন শাখা সম্প্রতি নতুন প্রজন্মের 390 Adventure-এর উপর থেকে পর্দা সরিয়েছে। বাইকটি সামনের মাসে অনুষ্ঠিত হতে চলা EICMA 2024-এর মঞ্চে আত্মপ্রকাশ করবে।…

KTM 390 Adventure will come at EICMA 2024

কেটিএম-এর (KTM USA) মার্কিন শাখা সম্প্রতি নতুন প্রজন্মের 390 Adventure-এর উপর থেকে পর্দা সরিয়েছে। বাইকটি সামনের মাসে অনুষ্ঠিত হতে চলা EICMA 2024-এর মঞ্চে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবিতে আসন্ন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল 2025 KTM 390 Adventure R ক্রুজ কন্ট্রোল সিস্টেমের দেখা মিলেছে। 

KTM 390 Adventure R-এর বাঁ দিকের ক্রুজ কন্ট্রোল এলএইচএস সুইচগিয়ার রয়েছে। আবার এই ফিচার সক্রিয় ও নিষ্ক্রিয় করার জন্য ‘+/Res’ বাটন উপস্থিত। এই বৈশিষ্ট্য নিঃসন্দেহে বাইকটির টুরিং সক্ষমতা যে বাড়াবে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দূরপাল্লার পথ যাত্রা করার ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক হবে।

   

WhatsApp আনছে তোলপাড় করা ফিচার, Meta AI-এর হাতযশ করবে মুশকিল আসান

এছাড়া 390 Adventure R-এ থাকছে একটি বাই ডিরেকশনাল কুইক শিফ্টার, সুপারমোটো মোড সহ লিন সেনসিটিভ কর্নারিং এবিএস, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এলইডি লাইটিং, টিএফটি কালার ইন্সট্রুমেন্টেশন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। এবড়োখেবড়ো রাস্তায় সাবলীল থাকার জন্য এতে দেওয়া হচ্ছে ফুল অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং ডুয়েল পারপাস টায়ার সহ ২১/১৮ ইঞ্চি স্পোক হুইল। 

MG ZS EV-র দামে পরিবর্তন, এই প্রিমিয়াম গাড়ি এখন কিনতে খরচ কত দেখুন

শক্তির উৎস হিসাবে KTM 390 Adventure R-এ থাকছে একটি নতুন ৩৯৯ সিসি লিকুইড কুল্ড, LC4c ইঞ্জিন। যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৯.৫ এনএম টর্ক পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে বাইকটি ২০২৫ এর শুরুতে ভারতের বাজারেও লঞ্চ হবে। মোট চারটি ভ্যারিয়েন্টে আসবে এটি।