KTM 200 Duke এবার এই দারুণ ফিচার পাচ্ছে, দাম হেরফেরের সম্ভাবনা কতটা!

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে না পারলে ভারতীয় টু হুইলারের বাজারে লড়াই চালিয়ে যাওয়া কঠিন। একথা বিলক্ষণ বুঝেছে কেটিএম ইন্ডিয়া (KTM India)। অস্ট্রিয়ার সংস্থা তাই এবারে…

KTM 200 Duke getting new feature

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে না পারলে ভারতীয় টু হুইলারের বাজারে লড়াই চালিয়ে যাওয়া কঠিন। একথা বিলক্ষণ বুঝেছে কেটিএম ইন্ডিয়া (KTM India)। অস্ট্রিয়ার সংস্থা তাই এবারে তাদের ২০০ সিসির একটি জনপ্রিয় মোটরসাইকেলে উল্লেখযোগ্য আপডেট দিতে চলেছে। KTM 200 Duke এর এলসিডি ডিসপ্লে নিয়ে ক্রেতাদের মধ্যে দীর্ঘদিনের যেই অসন্তুষ্টি ছিল, তা এবারে ঘুচতে চলেছে। টিএফটি কনসোল সহ শীঘ্রই আসছে এই বাইক।

জানা গিয়েছে, 200 Duke, এই ফিচার লাইনআপের অন্য মডেল 390 Duke থেকে নেবে। নতুন টিএফটি কনসোল যোগ হওয়ার ফলে 2024 KTM 200 Duke-এর এক্স-শোরুম মূল্য ৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বাইকটির বাজার মূল্য ১,৯৮,৯৫০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অর্থাৎ আসন্ন মডেলটির মূল্য ২.০৪ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। 

   

উপরিউক্ত আপডেট ছাড়া 200 Duke-এর নয়া সংস্করণে তেমন কোন উল্লেখযোগ্য বদল নজরে পড়বে না বলেই মনে করা হচ্ছে। আগের ডিজাইন, হার্ডওয়্যার, ইঞ্জিনের সঙ্গেই আসবে। বাজার চলতি মডেলের এলইডি হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট এবং আগ্রাসী ডিজাইন এতেও পরিলক্ষিত হবে। 

পুজোর আগে ছাড়ের লুট! 60,000 টাকা ডিসকাউন্টে কিনুন এই ইলেকট্রিক বাইক

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, 200 Duke ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশনে ছুটবে। ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় থাকবে সিঙ্গেল ডিস্ক ব্রেক। আগের মতই শক্তির উৎস হিসাবে একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ভর করে হাজির হবে। এটি থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি শক্তি এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স। বাজারে KTM 200 Duke-এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে TVS Apache RTR 200 4V ও Suzuki Gixxer 250।