ভারতে দর্শন দিল Kia Sorento 7-Seater SUV, এবার কি লঞ্চের পালা?

Kia Sorento 7-seater SUV

কিয়া মোটরসের জনপ্রিয় তিন সারির এসইউভি Kia Sorento এবার ভারতে পরীক্ষা করতে দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই জনপ্রিয় এই মডেল এবার ভারতীয় গ্রাহকদের জন্য আনা হতে পারে বলে ধারণা। সোর্স মতে, কিয়া বর্তমানে Sorento–র ভিত্তিতে একটি নতুন হাইব্রিড এসইউভি তৈরি করছে, যার কোডনেম MQ4i। লঞ্চের পর এটি Mahindra XUV700 এবং Tata Safari–কে সরাসরি টक्कर দেবে।

Advertisements

Kia Sorento: বাইরে থেকে নজরকাড়া ডিজাইন

সম্প্রতি ক্যামেরায় ধরা পড়া Kia Sorento–র টেস্ট মিউলটি সম্পূর্ণ ছদ্মবেশে ঢাকা থাকলেও অনেক গুরুত্বপূর্ণ ডিজাইন ডিটেইল ধরা পড়েছে। গাড়িতে দেখা গেছে বড় 19-ইঞ্চি অ্যালয় চাকা এবং 235/55 R19 সাইজের টায়ার। গাড়ির সামগ্রিক বক্সি শেপ এবং তিন সারির ‘প্রোপোরশন’ দেখে বোঝা যায় এটি বড় পরিবার এবং দীর্ঘ রাস্তায় আরামের কথা ভেবেই তৈরি।

   

উচ্চ বোনেট, ফ্ল্যাট বুটডোর, চওড়া পিছনের অংশ এবং স্কোয়ার হুইল আর্চ এটিকে আরও প্রিমিয়াম এবং শক্তপোক্ত লুক দিয়েছে। সামনে থাকা আলো সম্ভবত T-আকৃতির DRL এবং পেছনে থাকতে পারে যুক্ত LED টেলল্যাম্প, যা কিয়ার বর্তমান ডিজাইন ভাষার সঙ্গে পুরোপুরি মেলে।

কেবিনে প্রযুক্তি এবং আরামের সমন্বয়

ইনটেরিয়রের ছবিতে দেখা গেছে কেন্দ্রীয় কনসোলে রয়েছে রোটারি গিয়ার সিলেক্টর এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক বাটন, যা স্পষ্টভাবে একটি হাইব্রিড পাওয়ারট্রেনের ইঙ্গিত দেয়। ভারতীয় বাজারে এই মডেলে দেখা যেতে পারে দু’টি 12.3-ইঞ্চি স্ক্রিন, প্যানোরামিক সানরুফ, প্রাইভেসি গ্লাস, ভেন্টিলেটেড এবং পাওয়ার-অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট। এছাড়া আধুনিক ফিচারের দিক থেকেও Sorento সমৃদ্ধ হবে বলে আশা—এর মধ্যে থাকতে পারে 360-ডিগ্রি ক্যামেরা, হেড-আপ ডিসপ্লে, অ্যাডভান্সড সেফটি সিস্টেম এবং স্মার্ট কানেক্টেড ফিচার।

Advertisements

ইঞ্জিনের বিকল্প এবং শক্তি

আন্তর্জাতিক বাজারে Kia Sorento আসে মোট তিনটি ইঞ্জিন অপশনে— খুবই জনপ্রিয় 1.6-লিটার টার্বো-পেট্রোল হাইব্রিড, যা উৎপন্ন করে 238 হর্সপাওয়ার। 1.6-লিটার টার্বো-পেট্রোল প্লাগ-ইন হাইব্রিড, ক্ষমতা 288 হর্সপাওয়ার। এছাড়া রয়েছে 2.2-লিটার ডিজেল হাইব্রিড ভ্যারিয়েন্ট। পেট্রোল ভ্যারিয়েন্টে দেওয়া হয় 6-স্পিড অটোমেটিক গিয়ারবক্স, আর ডিজেলে থাকে 8-স্পিড DCT। সব ভ্যারিয়েন্টেই রয়েছে অল-হুইল-ড্রাইভ সিস্টেম, যা অফ-রোড এবং দীর্ঘ যাত্রায় অতুলনীয় গ্রিপ দেয়।

ভারতে লঞ্চ কবে?

যদিও কিয়া এখনও ভারতের জন্য Sorento–র লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করেনি, টেস্টিং শুরু হওয়া মানেই মডেলটি খুব শিগগিরই দেশে আসতে পারে। কিয়া ইতিমধ্যেই Seltos, Sonet এবং Carens–এর মাধ্যমে ভারতীয় বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে, তাই Sorento লঞ্চ হলে প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি হবে তা বলাই যায়।