উন্মোচিত হল কাওয়াসাকির জনপ্রিয় বাইক, ভারতের বাজার তোলপাড় করতে আসছে

দীপাবলির দিন কাওয়াসাকি (Kawasaki) তাদের একটি অন্যতম সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। মডেলটি হচ্ছে –  Kawasaki Z900। ২০২৫ ভার্সনে বেশকিছু আপডেট দেওয়া হয়েছে।…

kawasaki-z900-unveiled

দীপাবলির দিন কাওয়াসাকি (Kawasaki) তাদের একটি অন্যতম সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। মডেলটি হচ্ছে –  Kawasaki Z900। ২০২৫ ভার্সনে বেশকিছু আপডেট দেওয়া হয়েছে। যার মধ্যে পারফরম্যান্স ও ডিজাইনে আপডেট উল্লেখযোগ্য। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

Kawasaki Z900-এর নয়া ভার্সনের শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ৯৪৮ সিসি, ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ১৫০০ আরপিএম গতিতে ১২৩ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। টর্কের পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। এই আউটপুট পেতে নতুন থ্রটেল এবং আপডেট ক্যামশ্যাফ্ট সহায়তা করবে। এর ইসিইউ-তেও আপডেট দেওয়া হয়েছে।

   

Royal Enfield-এর ইলেকট্রিক বাইক লঞ্চের আগে ধরা দিল, কেমন বৈশিষ্ট্য থাকবে এতে

ফিচারের প্রসঙ্গে বললে, Z900-এর নতুন সংস্করণে স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসাবে ক্রুজ কন্ট্রোল দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ট্রাকশন কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড। এছাড়া উপস্থিত টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, যা পাঁচ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। আবার ফোর পিস্টন ক্যালিপার এবং ডানলপের নতুন স্পোর্টসম্যাক্স টায়ার সহ হাজির হয়েছে এই বাইক।

বড় মাপের এসইউভি-র চেয়েও দামি! লঞ্চ হল নতুন ভার্সনের Triumph Tiger 1200

ডিজাইনগত বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হয়েছে নয়া ডিজাইনের হেডলাইট ও টেললাইটে দেখা পাওয়া গেছে। এর সঙ্গে আছে অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক শ্রাউড। দু’ধরণের সিটের বিকল্পে বেছে নেওয়া যাবে বাইকটি। একটির সিট হাইট ৮৩০ মিমি এবং অপরটির ৮১০ মিমি।

বিশ্ববাজারে উন্মোচিত হলেও Kawasaki Z900 ভারতেও হাজির হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। সব ঠিকঠাক চললে আগামী বছর এটি দেশের বাজারে পা রাখতে পারে। ফিচারে আপডেটের ফলে বর্তমান মডেলের তুলনায় এর দাম সামান্য বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।