ভারতের বাজারে লঞ্চ হল 2025 Kawasaki Ninja ZX-4RR। নতুন ভার্সনের এই স্পোর্ট বাইকের দাম আগের তুলনায় ৩২,০০০ টাকা বাড়ানো হয়েছে। এখন এদেশে এই বাইকটি কিনতে খরচ পড়বে ৯.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দাম Maruti WagonR-এর থেকেও বেশি। আন্তর্জাতিক বাজারে উন্মোচনের পরই এদেশে লঞ্চ করেছে বাইকটি। আপডেট হিসাবে একটি নতুন কালার অপশন পেয়েছে – গ্রিন/ইবনি/বিজার্ড হোয়াইট।
Kawasaki Ninja 650 কিনলেই বিপুল ছাড়! হাতছাড়া হলে কিন্তু পস্তাবেন
নতুন কালার অপশন ছাড়া আর বিশেষ কিছুই আপডেট পায়নি Kawasaki Ninja ZX-4RR। শক্তির উৎস হিসাবে এই মোটরসাইকেলে রয়েছে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড, ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ১৪,৫০০ আরপিএম গতিতে ৭৭ বিএইচপি শক্তি এবং ১৩,০০০ আপরিএম গতিতে ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। ব়্যাম এয়ার ব্যবহারের মাধ্যমে এটি থেকে ১৪,৫০০ আরপিএম গতিতে ৮০ বিএইচপি শক্তি পাওয়া যাবে। ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স।
স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে, Ninja ZX-4RR-এ একটি তীক্ষ্ণ ফেয়ারিং, টুইন-এলইডি হেডলাইট এবং একটি আপসোয়েপ্ট টেল রয়েছে। বডিওয়ার্কের হিসাবে দেওয়া হয়েছে একটি হাই-টেনসিল স্টিল ফ্রেম। ইউএসডি ফর্ক এবং ব্যাক-লিঙ্ক মোনোশক সাসপেনশনে ছুটবে এই বাইক। ১৭ ইঞ্চি হুইল যুক্ত এই বাইকে ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ২৯০ মিমি ডুয়েল ফ্রন্ট এবং ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এর ওজন ১৮৯ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিলিমিটার।
হেডলাইটে বিরাট চমক! আসন্ন অ্যাক্টিভা ইলেকট্রিকের টিজার প্রকাশ
ফিচারের প্রসঙ্গে বললে, Kawasaki Ninja ZX-4RR-এ রয়েছে চারটি রাইডিং মোড – স্পোর্ট, রোড, রেইন অথবা কাস্টম। এতে ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে কালার টিএফটি ডিসপ্লে। প্রসঙ্গত, বাইকটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে। বর্তমানে এর বুকিং চলছে।