
কাওয়াসাকি ইন্ডিয়া তাদের মোটরসাইকেল রেঞ্জে ছাড়ের ঘোষণা করেছে। Kawasaki Ninja 300-এ আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। এই বাইকে মিলছে ২৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট। তবে এই অফার শুধু ২০২৪ মডেলেই প্রযোজ্য।
ডিসকাউন্ট কুপন এক্স-শোরুম দামের উপর রিডিম করা যাবে। বাইকের এক্স-শোরুম দাম ৩.১৭ লক্ষ টাকা। ছাড় মিলিয়ে দাম নেমে আসছে ২.৯২ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। অফারটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বা স্টক শেষ হওয়া পর্যন্ত বৈধ।
Kawasaki Ninja 300: এখনও জনপ্রিয়
কাওয়াসাকি ইন্ডিয়া ৩০০ ভারতে ১০ বছরের বেশি সময় ধরে বিক্রি হচ্ছে। ডিজাইন, ফিচার্স ও মেকানিক্যালি বাইকটি প্রায় অপরিবর্তিত। ফলে এটি কিছুটা পুরোনো লাগতে শুরু করেছে। এই ছাড়গুলো Kawasaki-এর ভারতীয় বাজারে বিক্রি বাড়ানোর উপায় হতে পারে। দাম কমার ফলে Ninja 300 আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, কিন্তু বাইকটির একটি পুরোপুরি আপডেটের সময় এসেছে বলে মনে করা হচ্ছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Ninja 300-এর পাওয়ার আসে ২৯৬সিসি প্যারালাল-টুইন লিকুইড-কুলড ইঞ্জিন থেকে, যা ৩৮.৮৮ bhp পাওয়ার ও ২৬.১ Nm পিক টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ রয়েছে। এই টুইন-সিলিন্ডার ইঞ্জিন তার রিফাইনমেন্ট, ভার্সেটিলিটি, রেভ-হ্যাপি নেচার এবং স্ট্রং মিড-রেঞ্জ ও টপ-এন্ড পারফরম্যান্সের জন্য বিখ্যাত।
হার্ডওয়্যার ও প্রতিদ্বন্দ্বী
সাসপেনশনে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে লিঙ্কড মোনোশক। ব্রেকিংয়ে দু চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়েল-চ্যানেল এবিএস। পুরোনো ডিজাইন ও ফিচার সত্ত্বেও Ninja 300 ভারতে KTM RC 390, Yamaha R3 এবং Aprilia RS 457-এর সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে।
এই ২৫,০০০ টাকা ছাড় Kawasaki Ninja 300-কে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। যারা এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইকে টুইন-সিলিন্ডার ইঞ্জিনের স্মুথনেস চান, তাদের জন্য এটি এখন দারুণ সুযোগ। ৩১ ডিসেম্বরের আগে শোরুমে গিয়ে বুকিং করে ফেলুন – স্টক শেষ হওয়ার আগেই!










