বর্তমানে আমাদের দেশে প্রযুক্তি আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। পেট্রোল কিংবা ডিজিটাল চালিত ইঞ্জিন ছেড়ে বর্তমানে বিভিন্ন সংস্থা তৈরি করছে বিদ্যুৎ চালিত ইঞ্জিন যা পরিবেশ দূষণ রোধ করতে সহায়ক।
ইতিমধ্যে দেশের বিভিন্ন গাড়ির নির্মাণকারী সংস্থা ভারতের বাজারে নিয়ে এসেছে ব্যাটারী চালিত গাড়ি যা পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ি থেকে কোন অংশে কম নয়। দূরত্ব কিংবা পারফরমেন্সে দিক দিয়ে রীতিমতো টক্কর দিচ্ছে জ্বালানি চালিত গাড়িগুলিকে। আর ভারতীয় বাজারে গাড়ি নির্মাণকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো হণ্ডা। যারা প্রায় কয়েক দশম ধরে দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের বাইক প্রস্তুত করে আসছে।
আর এবার ভারতীয় বাজারে ব্যাটারি চালিত মোটরসাইকেল নিয়ে আসতে চলেছে এই সংস্থা তরফ থেকে জানিয়ে গিয়েছে আগামী ২০২৫ সালের মধ্যেই ভারতীয় বাজারে আসতে চলেছে তাদের নতুন এই গাড়িটি। একই সাথে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ লক্ষ ইউনিট গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছে সংস্থা। তারা মূলত ৫০০ থেকে ৭০০ সিসির মটর সাইকেল নিয়ে আসতে চলেছে ভারতীয় বাজারে। আরে ভাই যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের নজর কাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না।
যদিও আগামী মার্চ মাসের মধ্যেই যদিও আগামী মার্চ মাসের মধ্যে ই ভারতীয় বাজারে পরীক্ষামূলকভাবে বেশ কিছু ব্যাটারি চালিত বাইক লঞ্চ করার কথা তারা ঘোষণা করেছে। আর ঠিক সেই কারণে সংস্থা নতুন করে তৈরি করেছে একটি ইউনিট। যেখানে দক্ষ কর্মচারী এবং ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি করা হচ্ছে দেশের প্রথম ৫০০ থেকে ৭০০ সিসি ব্যাটারি চালিত বাইক।
#India #EcoFriendly #ElectricBike #BatteryOperated #Motorbike #GreenTransportation #AutomotiveNews