Tata Motors: টাটাও বাধ্য হয়ে নিচ্ছে এই সিদ্ধান্ত

দিনের-পর-দিন দাম বাড়ছে সমস্ত কিছুর। পেট্রোল-ডিজেল থেকে শুরু করে বাড়ি তৈরির সরঞ্জামের সঙ্গে এবার পাল্লা দিচ্ছে গাড়ির দাম। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার গাড়ির…

In this April Tata Motors raises car prices in market

দিনের-পর-দিন দাম বাড়ছে সমস্ত কিছুর। পেট্রোল-ডিজেল থেকে শুরু করে বাড়ি তৈরির সরঞ্জামের সঙ্গে এবার পাল্লা দিচ্ছে গাড়ির দাম। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার গাড়ির দাম বাড়াল টাটা মোটরস (Tata Motors)। টাটার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ২৩ এপ্রিল থেকে ১.১ শতাংশ হারে বাড়ছে গাড়ির দাম। অর্থাৎ বলা যায়, গাড়ির ক্ষেত্রেও কপালে হাত পড়ল মধ্যবিত্তের।

তবে এই মন্দার বাজারে শুধু যে টাটা তাদের তৈরি করা গাড়ির দাম বাড়িয়েছে তা কিন্তু নয়। মারুটি সুজুকি, মহিন্দ্রা বিএমডব্লিউ, টয়োটা, মার্সিডিজ সমস্ত কোম্পানি একধাপে অনেকখানি করে বাড়িয়েছে গাড়ির দাম। মাহিন্দ্রার গাড়ির ক্ষেত্রে দেখা গেছে, প্রতিটি গাড়ির দাম পিছু ২.৫ শতাংশ করে বাড়ানো হয়েছে। ওদিকে, মারুতি সুজুকি তাদের প্রতি মডেলের দামের সঙ্গে ১.৩ শতাংশ হারে দাম বাড়িয়েছে।

   

এই মন্দার বাজারে শুধু চারচাকা নয়, মানুষের মধ্যে করোনার হাত থেকে বাঁচার জন্য বেড়েছে দুই চাকা গাড়ি ব্যবহারও। এমন পরিস্থিতিরই সুযোগ নিচ্ছে কোম্পানিগুলি। একধাপে বাড়ল সমস্ত ধরনের বাইক, স্কুটি সহ বুলেটের দামও।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে গাড়ির দাম বাড়িয়ে ছিল টাটা। সেই সময় প্রতিটা গাড়ির দামের ওপর ০.৯ শতাংশ বেড়েছিল দাম। তারপর আবারও মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এবং নিজেদের কস্টিং খরচ সামঞ্জস্যপূর্ণ করতে নতুন অর্থবর্ষে দাম বাড়াতে বাধ্য হল টাটা।