ইলেকট্রিক সানরুফ সহ লঞ্চ হল Hyundai Exter, দাম ও ফিচার জানতে চান?

দেশে সানরুফ যুক্ত গাড়ির প্রতি ক্রেতাদের আকর্ষণ ক্রমশ বেড়েই চলেছে। সেই সুযোগকে কাজে লাগাতে এবার ঝোপ বুঝে কোপ মারল হুন্ডাই (Hyundai)। দক্ষিণ কোরিয়ার সংস্থা চুপিসারে…

Hyundai Exter new variant launched

দেশে সানরুফ যুক্ত গাড়ির প্রতি ক্রেতাদের আকর্ষণ ক্রমশ বেড়েই চলেছে। সেই সুযোগকে কাজে লাগাতে এবার ঝোপ বুঝে কোপ মারল হুন্ডাই (Hyundai)। দক্ষিণ কোরিয়ার সংস্থা চুপিসারে দেশের বাজারে তাদের অতি জনপ্রিয় গাড়ি এক্সটার-এর (Hyundai Exter) একজোড়া নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল আজ। এগুলি হচ্ছে – Hyundai Exter S+ (AMT) ও Hyundai Exter S(O)+ (MT)। দুটিতেই রয়েছে সানরুফ। মডেল জোড়ার দাম রাখা হয়েছে যথাক্রমে ৬ লক্ষ ও ১০.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 

মূলত তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্যই আনা হয়েছে এক্সটার-এর নতুন দুই ভ্যারিয়েন্ট। সে কারণে এতে দেওয়া হয়েছে ইলেকট্রিক সানরুফ, কালার টিএফটি ড্রাইভার ডিসপ্লে সহ ডিজিটাল ক্লাস্টার, আট ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে। S(O)+ ম্য়ানুয়াল ট্রান্সমিশনের দাম ৭.৮৬ লক্ষ ও S+-র অটোমেটিক মডেলের মূল্য ৮.৪৪ লক্ষ টাকা রাখা হয়েছে।

   

এক্সটার-এ বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে ছয়টি এয়ারব্যাগ, টায়ার-প্রেসার মনিটরিং সিস্টেম, এলইডি ডিআরএল, সামনে এবং পিছনে স্কিড প্লেট, হেডল্যাম্প এসকর্ট ফাংশন ইত্য়াদি।

Jawa 42 FJ 350 নিয়ে বিরাট ঘোষণা সংস্থার, এখন বুক করলে পুজোয় ঘুরতে পারবেন

হুন্ডাই এক্সটার-এর (Hyundai Exter) ১.২-লিটার কাপ্পা পেট্রোল ইঞ্জিনটি পেট্রোলের পাশাপাশি সিএনজি বিকল্পেও উপলব্ধ। এতে প্রায় ৪০০ লিটার কার্গো স্পেস বর্তমান। বাজারে গাড়িটির মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Punch।