অবশেষে প্রতীক্ষার অবসান, ভারতে এলো সব থেকে ছোট ব্যাটারি চালিত গাড়ি। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, সেই দিকে নজর দিয়ে ভারতে যানবাহনে দিকে নজর দিয়েছে কেন্দ্র সরকার এবং বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা। বর্তমানে দেশে জোর দেওয়া হয়েছে ব্যাটারি চালিত এবং বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের ওপর যার ফলে দূষণের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা ব্যাটারি চালিত গাড়ি উপর পরীক্ষা-নিরীক্ষা চালাতে শুরু করেছে তাছাড়া বেশ কিছু সংস্থা বাজারে নিয়েও এসেছে তাদের ব্যাটারি চালিত গাড়ি। আর তার মধ্যে অন্যতম হলো Comet EV, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আপাতত দেশে যে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি রয়েছে তার মধ্যে থেকে সবথেকে ছোট হলো তাদের এই গাড়ি।
জানা গিয়েছে মাত্র দুই দরজা বিশিষ্ট এই গাড়িতে সর্বাপেক্ষা চারজন যাত্রী যাতায়াত করতে পারবেন অর্থাৎ প্রতিদিনের কাজে এই গাড়ি যে সাধারণ মানুষের কাজে সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, Tata Tiago Ev এর মত গাড়িকে টেক্কা দিতে পারে এই নতুন বাহন।
গাড়ির মধ্যে রয়েছে ১৭.৫ কিলো ওয়াটের ব্যাটারি যা একবার চার্জ দিলেই ছুটবে প্রায় ২৫০ কিলোমিটার। তাছাড়া এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ শুধু দূষণের দিকে নয় পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার দিকেও নজর দিয়েছে সংস্থা। বর্তমানে গাড়ির বাজার মূল্য রাখা হয়েছে ৮ লক্ষ টাকার কাছাকাছি।