Introducing Hyundai Exter: নিজের ছোট্ট পরিবার কিংবা নিজের বন্ধুদের নিয়ে রোড ট্রিপ করার ইচ্ছে আমাদের সকলেরই কম বেশি রয়েছে। তবে অভাব শুধু মাত্র গাড়ির। মধ্যবিত্ত বাড়ির গাড়ি কেনার ইচ্ছে থাকলেও উপায় নেই, তার কারণ অবশ্য দাম। আমরা সকলেই জানি একটি ছোট গাড়ি কিনতে গেলেও পকেট থেকে বেরিয়ে যায় লাখখানেক টাকা। তাই অগত্যা পিছু পা হতে হয় আমাদের সকলকে।
কিন্তু আর নয়, কারণ এবার ভারতের সবথেকে সস্তা এসইউভি গাড়ি নিয়ে এলো হুন্ডায়। ভারতীয় বাজারে যে সমস্ত গাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই জাপানি সংস্থা। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রাস্তায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জাপানি সংস্থা নির্মিত গাড়ি। আর এবার তারা ভারতীয় বাজারে নিয়ে এলো সবথেকে কম দামি এসইউভি গাড়ি যার দাম মাত্র ৬ লক্ষ টাকা।
সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে গাড়িটির নাম Hyundai Exter। ৬ লক্ষ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই গাড়ির বেস ভেরিয়েন্ট। তবে থাকছে টপ মডেলও, যার দাম রাখা হয়েছে, নয় লক্ষ টাকার কিছু বেশি। সংসার পক্ষ থেকে আরো জানানো হয়েছে মাত্র ১১ হাজার টাকা দিলেই আপনি করে নিতে পারবেন গাড়ির বুকিং।
গাড়ির মধ্যে থাকছে বড় এইচডি টাস্ক ক্রিম ইমপোর্টেন্টমেন্ট সিস্টেম একই সাথে থাকছে ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। অন্যদিকে গাড়িটির মধ্যে দেওয়া হয়েছে স্মার্ট সানরুফ এবং ব্যাক ক্যামেরা। কোন দিকে থাকছে অটোমেটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা।