Honda শীঘ্রই ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন কমিউটার স্পোর্টস বাইক Honda CB 125 Hornet। Shine 100 DX-এর সঙ্গে এই বাইকটিরও সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে। তবে লঞ্চের সময় দাম জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী, Honda এই বাইকটি আগামী ১ অগাস্ট ভারতে লঞ্চ করতে চলেছে এবং সেই দিন থেকেই বুকিংও শুরু হবে।
CB 125 Hornet ভারতের ১২৫ সিসির প্রিমিয়াম সেগমেন্টে Hero Xtreme 125R, Bajaj Pulsar N125 ও TVS Raider 125-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক ফিচারে ঠাসা এই বাইকটি Honda-র তরফে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, বিশেষ করে তরুণ রাইডারদের লক্ষ্য করে।
Honda CB 125 Hornet-এর স্টাইল ও ডিজাইনে স্পোর্টস বাইকের ছোঁয়া
নতুন Honda CB 125 Hornet ডিজাইনের ক্ষেত্রে তার বড় ভাইদের থেকে অনুপ্রেরণা নিয়েছে। এতে রয়েছে একটি আধুনিক ও অ্যাগ্রেসিভ LED হেডল্যাম্প, চওড়া এবং মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং একটি স্পোর্টি রেকড টেইল সেকশন। বাইকটির বোল্ড কালার স্কিম ও গ্রাফিক্স তার ভিজ্যুয়াল অ্যাপিলকে আরও বাড়িয়ে তুলেছে।
CB 125 Hornet বাইকটিতে থাকছে একটি ৪.২ ইঞ্চির TFT ডিসপ্লে, যেখানে আপনি Bluetooth কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন পাবেন। এছাড়াও এতে একটি USB টাইপ-C চার্জিং পোর্ট থাকছে, যা আজকের দিনে অত্যন্ত দরকারি একটি ফিচার।
ভারতে লঞ্চ হল Piaggio-র একজোড়া ইলেকট্রিক অটো, দাম ৩.৩০ লাখ থেকে শুরু
ইঞ্জিন ও সাসপেনশন
এই বাইকটি ১২৩.৯৪ সিসি-এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা ১০.৯৯ বিএইচপি পাওয়ার এবং ১১.২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনটি একটি পাঁচ-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকটি একটি নতুন স্টিল ফ্রেম ভিত্তিক এবং সাসপেনশনের জন্য এতে ইউপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক দেওয়া হয়েছে।
CB 125 Hornet বাইকটিতে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা আরামদায়ক ও নিরাপদ রাইডিং অভিজ্ঞতা দেয়। ব্রেকিংয়ের জন্য সামনে ২৪০ মিমি পেটাল ডিস্ক ও পিছনে ১৩০ মিমি ডিস্ক দেওয়া হয়েছে। এর সঙ্গে সিঙ্গল চ্যানেল ABS থাকায় নিরাপত্তার দিক থেকেও এটি যথেষ্ট উন্নত।
Honda CB 125 Hornet খুব শীঘ্রই ভারতের বাজারে তার জায়গা নিতে চলেছে, বিশেষ করে ১২৫ সিসি বাইক পছন্দ করা ক্রেতাদের কাছে এটি হয়ে উঠতে পারে একটি জনপ্রিয় বিকল্প। বুকিং শুরু হচ্ছে আগামী ১ অগাস্ট থেকে এবং ধাপে ধাপে ডেলিভারিও শুরু হবে বলে জানা যাচ্ছে। এখন শুধু লঞ্চের দিন দাম ঘোষণার অপেক্ষা।