সম্প্রতি ভারতে নতুন একজোড়া ইলেকট্রিক স্কুটারের উপর থেকে পর্দা সরিয়েছে হোন্ডা (Honda)। এগুলি হচ্ছে Honda Activa e এবং QC1। উল্লেখ্য এই মডেলগুলি আনার মধ্য দিয়ে এদেশের ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে পদার্পণ করেছে জাপানি সংস্থাটি। যাই হোক, হোন্ডার পক্ষ থেকে তাদের Activa E-এর ডেলিভারি সংক্রান্ত ঘোষণা করা হল। নতুন বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রেতাদের কাছে স্কুটার পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।
নতুন Suzuki V-Strom 160 লঞ্চ হল, মোটরসাইকলটির বিশেষত্ব কী দেখুন
তবে দেশের সর্বত্র একই সঙ্গে ডেলিভারি শুরু হবে না বলেও জানিয়ে দিয়েছে হোন্ডা। সর্বপ্রথম বেঙ্গালুরুর ক্রেতারা স্কুটারের চাবি হাতে পাবেন। যা ফেব্রুয়ারি থেকেই আরম্ভ হচ্ছে। আবার মুম্বাই এবং দিল্লিবাসীরা ২০২৫-এর এপ্রিল থেকে Honda Activa e-এর ডেলিভারি পাবেন। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও ডেলিভারি আরম্ভ করা হবে। তবে তার আগেই সোয়াপিং স্টেশন গড়া নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে হোন্ডা।
হোন্ডার তরফে জানানো হয়েছে, সবার প্রথমে দেশের প্রতিটি শহরে সোয়াপিং স্টেশন তৈরি করা হবে। ৫ কিলোমিটার অন্তর এগুলি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, Honda Activa e পাঁচটি রঙে বেছে নেওয়া যাবে। যথা পার্ল শ্যালো ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, পার্ল সেরেনিটি ব্লু, ম্যাট ফগি সিলভার মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক।
Honda CB500 আসছে ভারতে? সাম্প্রতিক এক রিপোর্ট ঘিরে জোর জল্পনা
Honda Activa e পারফরম্যান্স ও রেঞ্জ
Activa e দুটি ১.৫ কিলোওয়াট আওয়ার সুইচেবল ব্যাটারি দ্বারা চালিত, যা মোট ১০২ কিলোমিটার রেঞ্জ প্রদানের প্রতিশ্রুতি দেয়। স্কুটারটির ৬ কিলোওয়াট মোটর সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা গতি অর্জন করতে সক্ষম। এতে তিনটি রাইডিং মোড রয়েছে – ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট।
Suzuki Access 125 পছন্দ নয়? অন্য স্কুটার কেনার আগে এর পাঁচটি সেরা বিকল্প দেখে নিন
ফিচারস ও হার্ডওয়্যার
Honda Activa e ফিচার হিসেবে একটি টিএফটি ডিসপ্লে নিয়ে এসেছে, যা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল এবং এসএমএস অ্যালার্টের পাশাপাশি নেভিগেশনের সুবিধা প্রদান করে। স্কুটারের হার্ডওয়্যারে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার স্প্রিং সাসপেনশন। এছাড়াও, সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেকের ব্যবস্থা রয়েছে। এগুলি ১২ ইঞ্চি অ্যালয় চাকার উপর মাউন্ট করা হয়েছে।
অ্যাক্টিভা ইলেকট্রিকের আনুষ্ঠানিক উন্মোচন ইতিমধ্যেই করা হয়েছে। তবে এর মূল্য জানানো হবে জানুয়ারি ২০২৫-এ। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। হোন্ডার এই নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে অ্যাক্টিভা সিরিজের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।