Wednesday, November 26, 2025
HomeBusinessAutomobile NewsHonda-র বহু বাইকে যান্ত্রিক ত্রুটি, বাজার থেকে বাইক তুলে নেওয়া হচ্ছে

Honda-র বহু বাইকে যান্ত্রিক ত্রুটি, বাজার থেকে বাইক তুলে নেওয়া হচ্ছে

- Advertisement -

একগুচ্ছ বাইকে ত্রুটি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি রেঞ্জ ধরে রিকলের ডাক দিল হোন্ডা (Honda)। ভারতে ৩০০ থেকে ৩৫০ সিসি একাধিক মোটরসাইকেল বাজার থেকে ফিরিয়ে নেওয়ার ঘোযণা করেছে কোম্পানি। কোন মডেল শুনবেন?

হোন্ডার রিকলের তালিকায় থাকা বাইকগুলির মধ্যে রয়েছে CB350, CB350RS, CB300R, CB300F এবং Highness CB350। জানা গিয়েছে, এগুলির হুইল স্পিড সেন্সর এবং ক্যামশ্যাফ্টে সমস্যা থাকার আশঙ্কা করছে কোম্পানি। জানানো হয়েছে, মোল্ডিংয়ে গলতি থাকতে পারে। ফলে হুইলের স্পিড সেন্সরে জল ঢুকে যেতে পারে। এতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। 

   

হোন্ডা বলেছে, এর ফলে স্পিডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল বা এবিএসে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। যা চূড়ান্ত বিপত্তি ডেকে আনতে পারে। যদিও এই সমস্যার কারণে কতগুলি বাইক রিকল করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করেনি হোন্ডা। তবে কোম্পানি সূত্রে খবর, এগুলি অক্টোবর, ২০২০ থেকে এপ্রিল, ২০২৪-এর মধ্যে নির্মিত হয়েছে। 

ক্রেতা টানতে সস্তার বাইক লঞ্চ করল ট্রায়াম্ফ, কেমন ফিচার এতে?

CB350, CB350RS এবং Highness CB350-এর ক্যামশ্যাফ্টে ত্রুটি রয়েছে। এগুলি জুন, ২০২৪ থেকে জুলাই, ২০২৪-এর মধ্যে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। হোন্ডা বলেছে, বাইকে সমস্যা থাকতে পারে এমন ক্রেতাদের সঙ্গে হোন্ডার (Honda) পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments