ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে বিশেষ চমক সহ লঞ্চ হল নতুন Hero Xtreme 160R, দাম শুনবেন?

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন প্রজম্মের হিরো এক্সট্রিম ১৬০আর (Hero Xtreme 160R)। নয়া এই বাইকটির এক্স-শোরুম দাম ১,১১,১১১ টাকা রাখা হয়েছে। নতুনত্ব ফিচার দেওয়া হলেও…

Hero Xtreme 160R launched

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন প্রজম্মের হিরো এক্সট্রিম ১৬০আর (Hero Xtreme 160R)। নয়া এই বাইকটির এক্স-শোরুম দাম ১,১১,১১১ টাকা রাখা হয়েছে। নতুনত্ব ফিচার দেওয়া হলেও এর স্পেসিফিকেশন ও ডিজাইনে কোনওরকম পরিবর্তন ঘটানো হয়নি। সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট ও স্টিল্থ ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে মোটরসাইকেলটি। চলুন 2024 Xtreme 160R সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

জানিয়ে রাখি, সেগমেন্টের প্রথম বৈশিষ্ট্য হিসেবে এতে দেওয়া হয়েছে ড্র্যাগ রেস টাইমার যুক্ত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আবার এর সিট আগের চাইতে অধিক আরামদায়ক এবং মাটি থেকে এর উচ্চতা কমানো হয়েছে। পেছনে যোগ করা হয়েছে ‘H’ আকৃতির নতুন টেলল্যাম্প।

2024 Hero Xtreme 160R : স্পেসিফিকেশন

হিরো মোটোকর্প তাদের নতুন প্রজন্মের এই বাইকের স্পেসিফিকেশনে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই এটি একটি ১৬৩.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জনে ছুটবে। যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪.৮ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স।

2024 Hero Xtreme 160R : ফিচার্স

২০২৪ হিরো এক্সট্রিম ১৬০আর-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল ব্রাইটনেস সহ এলসিডি কনসোল, একটি বৃহত্তর রিয়ার টায়ার, সিঙ্গেল চ্যানেল এবিএস এবং অল এলইডি লাইটিং। মোবাইল চার্জ করার জন্য ব্লুটুথ কানেক্টিভিটি এবং একটি ইউএসবি চার্জার রয়েছে।

পুজোর আগে দরাজ হস্তে ডিসকাউন্ট টাটার, 2.05 লক্ষ টাকা ছাড়ে কিনুন পছন্দের গাড়ি

2024 Hero Xtreme 160R : হার্ডওয়্যার

২০২৪ হিরো এক্সট্রিম ১৬০আর-এ (2024 Hero Xtreme 160R) একটি টিউবুলার আন্ডারবোন ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর ভর করে এসেছে। ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ৭-স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশকে ছুটবে এই বাইক। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ২৭৬ মিমি ফ্রন্ট ও এবং ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেক।