Hero Xoom 125 লঞ্চ হল, আধুনিক ডিজাইন ও উন্নত ফিচারে বাজার কাঁপাবে হিরোর নতুন স্কুটার!

Hero Xoom 125 লঞ্চ হল। দাম রাখা হয়েছে ৮৬,৯০০ টাকা (এক্স-শোরুম)। দীর্ঘ প্রতীক্ষার পর এই স্কুটারটি অবশেষে বাজারে এসেছে। ১২৫ সিসি সেগমেন্টে চাহিদা বেড়ে যাওয়ার…

Hero Xoom 125 launched

short-samachar

Hero Xoom 125 লঞ্চ হল। দাম রাখা হয়েছে ৮৬,৯০০ টাকা (এক্স-শোরুম)। দীর্ঘ প্রতীক্ষার পর এই স্কুটারটি অবশেষে বাজারে এসেছে। ১২৫ সিসি সেগমেন্টে চাহিদা বেড়ে যাওয়ার কারণে মডেলটি বাজারে এনেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। আগের স্কুটারগুলির তুলনায় সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি এটি।

   

Hero Xoom 125 বাজারে এলো

Hero Xoom 125-এর ডিজাইন সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয়। স্কুটারটির সামনের অ্যাপ্রন বেশ শার্প ও স্পোর্টি লুকের। যেখানে ইন্টিগ্রেটেড এলইডি লাইট রয়েছে। এছাড়াও স্লিম সাইড ও টেইল সেকশন এটিকে আরও আধুনিক ও স্টাইলিশ করে তুলেছে।

Xoom 125-এ ১২৫সিসি ইঞ্জিন ভালো পারফরম্যান্স প্রদান করবে। স্কুটারটির আন্ডারবোন চ্যাসিস টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও মোনোশক সাসপেনশন দ্বারা সমর্থিত। এতে ১৪-ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে। যা ১২৫সিসি স্কুটারে এই প্রথম। নিরাপত্তা নিশ্চিত করতে সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

হিরো জুম ১২৫-এ রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ। এতে চালকের সুবিধা আরও বাড়বে। এছাড়াও অল-এলইডি লাইটিং সিস্টেম ও স্ক্রল-স্টাইল টার্ন ইন্ডিকেটর মডেলটিকে আধুনিক লুক দিয়েছে। এতে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, ডিসট্যান্স-টু-এম্পটি, স্পিডোমিটার, ফুয়েল গেজ ও অন্যান্য টেল-টেল লাইটের সুবিধা রয়েছে।

Xoom 125 বাজারে TVS Ntorq 125 ও Suzuki Avenis-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচারের কারণে এটি ১২৫সিসি স্কুটার সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মডেল হয়ে উঠতে পারে।