আধুনিক ডিজাইনে মোড়া ই-স্কুটার, বাজারে হইচই ফেলতে আসছে হিরো

ইলেকট্রিক স্কুটারের বাজারে ইতিমধ্যেই পাড়ি জমিয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ভিডা (Vida) ব্র্যান্ডের আওতায় সংস্থা বর্তমানে এদেশে একজোড়া মডেল বিক্রি করে। কিন্তু তা সত্ত্বেও প্রথম…

Hero Vida Z unveiled

short-samachar

ইলেকট্রিক স্কুটারের বাজারে ইতিমধ্যেই পাড়ি জমিয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ভিডা (Vida) ব্র্যান্ডের আওতায় সংস্থা বর্তমানে এদেশে একজোড়া মডেল বিক্রি করে। কিন্তু তা সত্ত্বেও প্রথম সারির কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করতে ব্যর্থ তারা। তাই এবারে উক্ত ব্র্যান্ডের আওতায় আরও একটি নতুন স্কুটি উন্মোচন করল হিরো। নাম রাখা হয়েছে – Hero Vida Z। এটি চলতি EICMA 2024 বাইক শো-তে প্রদর্শিত হয়েছে। ইউরোপের মাটিতে এটি আত্মপ্রকাশ করলেও আগামীতে ভারতের বাজারেও লঞ্চ করা হবে।

   

EICMA-তে উন্মোচিত নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইক

হিরো মোটোকর্প তাদের এই ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গে বিশেষ কিছুই জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, Hero Vida Z ভারতের বাজারে বিক্রিত সংস্থার V1 বৈদ্যুতিক স্কুটির উপর ভিত্তি করে আসবে। সামান্য স্টাইলিং সত্ত্বেও এতে আধুনিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। বৈশিষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প এবং ব্যাকরেস্ট যুক্ত একটি ফ্ল্যাট সিট।

কোম্পানির দাবি, Vida Z একটি মডিউলার আর্কিটেকচারের উপর ভর করে তৈরি করা হয়েছে। যা নাকি ২.২ কিলোওয়াট আওয়ার থেকে ৪.৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার একাধিক ব্যাটারি ধারণ করতে সক্ষম। এতে শক্তি উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর বা পিএমএসএম। এছাড়া স্কুটারটির প্রসঙ্গে আর তেমন কিছুই জানা যায়নি।

নতুন Hero Mavrick 440 আসছে ভারতে, এবারের দর্শন আরও আকর্ষণীয়

প্রসঙ্গত, Vida V1-এর মতো Hero Vida Z থাকছে রিমুভেবল ব্যাটারি। যা যে কোন জায়গায় খুলে চার্জে দেওয়া যাবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে এতে উপস্থিত, ব্যাটারি হেল্থ ট্র্যাকার, ভেহিকেল থেফ্ট, জিও ফেন্সিং এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটি টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে।