১ জুলাই বাজারে আসছে হিরোর নতুন দুই ইলেকট্রিক স্কুটার, কতটা সস্তার হবে?

আগামী ১ জুলাই, ২০২৫ ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে আসছে একজোড়া নতুন Hero Vida। নতুন ইলেকট্রিক স্কুটারগুলি সস্তার মূল্যে আনা হবে বলে জানা গিয়েছে। আসলে বর্তমানে…

Hero Vida

আগামী ১ জুলাই, ২০২৫ ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে আসছে একজোড়া নতুন Hero Vida। নতুন ইলেকট্রিক স্কুটারগুলি সস্তার মূল্যে আনা হবে বলে জানা গিয়েছে। আসলে বর্তমানে হিরোর লক্ষ্য তুলনামূলক সস্তার ই-স্কুটার এনে বাজার ধরা। হিরোর (Hero MotoCorp) শীর্ষ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের ইলেকট্রিক টু-হুইলার পোর্টফোলিও আরও প্রসারিত করতে চাইছে এবং বেশি সংখ্যক গ্রাহকের নাগালে আনার জন্য সাশ্রয়ী মডেল আনার পরিকল্পনা করেছে।

Hero Vida-র নতুন মডেল

বর্তমানে Vida V2 সিরিজে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – V2 Lite, V2 Plus এবং V2 Pro। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন যেসব মডেল আসছে সেগুলি আরও সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে এবং ইলেকট্রিক মোবিলিটির বিস্তার ঘটাতে সাহায্য করবে। যদিও আপতত এই দুটি নতুন মডেল সম্পর্কে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু একাধিক রিপোর্টে বলা হয়েছে যে Hero একটি নতুন কস্ট-এফিশিয়েন্ট EV প্ল্যাটফর্ম তৈরি করছে, যার নাম ACPD। এই প্ল্যাটফর্ম ব্যবহারে নতুন Vida মডেলগুলি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (ICE) চালিত টু-হুইলারের দামের কাছাকাছি থাকতে পারে।

   

হোন্ডার জোড়া চমক! লঞ্চ হল Honda CB750 Hornet ও CB1000 Hornet SP, ফিচার ও দাম দেখুন

বর্তমানে প্রতি মাসে প্রায় ৭,০০০টি Hero Vida ইলেকট্রিক স্কুটার উৎপাদিত হয়। নতুন দুটি মডেল বাজারে এলে মাসিক উৎপাদন সংখ্যা ১৫,০০০ ইউনিট পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে সংস্থা আরও বৃহৎ পরিসরে ইলেকট্রিক যানবাহনের সরবরাহ নিশ্চিত করতে পারবে।

ইলেকট্রিক স্কুটারের নতুন মডেল লঞ্চকে সামনে রেখে Hero তার Vida ব্র্যান্ডের ডিলার নেটওয়ার্কও প্রসারিত করছে। বর্তমানে Vida-র ২০৩টি টাচপয়েন্ট রয়েছে, যার মধ্যে ১৮০টি ডিলারশিপ ছড়িয়ে রয়েছে ১১৬টি শহরে। এই নেটওয়ার্ক বিস্তার Vida গ্রাহকদের আরও ভালো সার্ভিস ও অ্যাক্সেসিবিলিটি প্রদান করবে।

Advertisements

হিরো ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৮,৬৭৩টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে, যা FY2024 সালের ১৭,৭২০ ইউনিটের তুলনায় ১৭৫ শতাংশ বৃদ্ধি। Vida ব্র্যান্ড বর্তমানে Ola Electric, Ather, Bajaj, TVS এবং Ampere-এর মতো জনপ্রিয় সংস্থাগুলির সঙ্গে ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে প্রতিযোগিতা করছে।

বর্তমানে Vida V2 সিরিজের দাম ₹৭৪,০০০ থেকে ₹১.১৫ লক্ষ (এক্স-শোরুম) এর মধ্যে। সাম্প্রতিক মূল্যছাড়ের পর V2 Lite ভ্যারিয়েন্ট বাজারে অনেক প্রতিযোগী মডেলের তুলনায় সস্তা হয়েছে। Hero-র লক্ষ্য নতুন মডেলগুলিকেও এমন দামে বাজারে আনা, যাতে আরও বেশি সংখ্যক গ্রাহক Vida-র ইলেকট্রিক স্কুটার কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

প্রসঙ্গত, Hero Vida ব্র্যান্ডের অধীনে ১ জুলাই যাত্রা শুরু করতে চলেছে আরও দুটি নতুন ইলেকট্রিক স্কুটার, যেগুলি বাজারে ইলেকট্রিক মোবিলিটির পরিসরকে আরও বিস্তৃত করবে। নতুন ACPD প্ল্যাটফর্ম এবং সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার আনতে চাওয়া Hero-র এই পদক্ষেপ ইন্ডিয়ান টু-হুইলার মার্কেটে বড় পরিবর্তন আনতে পারে।