Hero আনছে নতুন 250cc বাইক, তারুণ্যে ভরা ডিজাইন কতটা মন কাড়বে ক্রেতাদের!

বড় ইঞ্জিনের বাইক আনার ক্ষেত্রে হিরো মোটোকর্প (Hero MotoCorp) ইদানিং একটু বেশিই তৎপরতা দেখাচ্ছে। Mavrick 440 তার জলজ্যান্ত উদাহরণ। এবারে আরও একটি মডেল আনার তোরজোড়…

Hero-2.5R-Xtunt is coming

short-samachar

বড় ইঞ্জিনের বাইক আনার ক্ষেত্রে হিরো মোটোকর্প (Hero MotoCorp) ইদানিং একটু বেশিই তৎপরতা দেখাচ্ছে। Mavrick 440 তার জলজ্যান্ত উদাহরণ। এবারে আরও একটি মডেল আনার তোরজোড় শুরু করেছে সংস্থা। এদেশে হিরো একটি নতুন মোটরসাইকেলের জন্য ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। এটি গত বছর EICMA-তে প্রদর্শিত 2.5R Xtunt কনসেপ্ট মডেলের প্রোডাকশন ভার্সন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে সংস্থার বক্তব্য, মডেলটিকে তারা হাই-পারফরম্যান্স মোটরসাইকেল হিসাবে স্থান দিতে চায়। এবছর EICMA-তে বাইকটি প্রদর্শিত হতে চলেছে। 

   

Hero-র এই বাইক অ্যাডভেঞ্চার টুরার গোত্রের। ২০২৫-এর প্রথমার্ধেই বাজারে হাজির হতে পারে এটি। আবার Karizma XMR 250-এর নেকেড ভার্সন হিসাবেও পা রাখতে পারে বাইকটি। যার ডিজাইন পেটেন্টও ফাইল করা হয়েছে। এতে একটি প্রশস্ত হ্যান্ডেলবার সহ একটি লো-স্লাং হেডল্যাম্প এবং কাউল সহ একটি রেডিয়েটর রয়েছে তবে কোনও ফেয়ারিং অফার করা হয়নি। ফুয়েল ট্যাঙ্ক দেখতে বেশ পেশীবহুল এবং পেছনের অংশটি কিছুটা পাতলা।

টু হুইলার কেনার এখনই মোক্ষম সুযোগ, দীপাবলি উপলক্ষ্যে Yamaha দিচ্ছে ফেস্টিভ অফার

কনসেপ্ট মোটরসাইকেলটি কোনও আলোক উপাদান দিয়ে সজ্জিত ছিল না তবে প্রোডাকশন-স্পেক মডেলটির চারপাশে এলইডি লাইটের দেখা মিলতে পারে। ডিজাইন পেটেন্টে একটি আয়তক্ষেত্রাকার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পরিলক্ষিত হয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত এই বাইকে গুরুত্বপূর্ণ সব তথ্য ভেসে উঠবে।

বুলেট এবার 650cc ইঞ্জিন পাচ্ছে, বাইকটির বিশেষত্ব কী

Hero-র আসন্ন এই অ্যাডভেঞ্চার টুরার বাইকে শক্তির উৎস হিসাবে থাকছে একটি ২৫০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এখনও পর্যন্ত ইঞ্জিনের আউটপুট সম্পর্কে জানা যায়নি। একটি ট্রেলিস ফ্রেমের উপর ভিত্তি করে আসবে এই বাইক। এছাড়া থাকছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। দু’চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। আবার ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম অফার করা হবে। সুইচেবল এবিএস থাকবে কিনা, তা এখনও জানা যায়নি।

ডিসকাউন্ট শুরু হওয়ার পর বিক্রিতে নয়া মাইলস্টোন, তাক লাগাল টাটার এই ইভি