আগামীকাল নতুন রঙে লঞ্চ হচ্ছে Harley-Davidson X440? সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়াল জল্পনা

আগামীকাল অর্থাৎ রাত পোহালেই ভারতের বাজারে নয়া কালার অপশনে লঞ্চ হতে চলেছে Harley-Davidson X440। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লঞ্চের…

Harley-Davidson-X440

আগামীকাল অর্থাৎ রাত পোহালেই ভারতের বাজারে নয়া কালার অপশনে লঞ্চ হতে চলেছে Harley-Davidson X440। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লঞ্চের জল্পনা বাড়িয়ে তুলেছে। সেখানে বাইকটির নামের সঙ্গে ‘নিউ শেড’ কথাটি ব্যবহার করা হয়েছে। ক্রোম ফিনিশ যুক্ত ফুয়েল ট্যাঙ্কে লেখা রয়েছে এই নাম। তাই অনুমান করা হচ্ছে, এবারে বুঝি নতুন পেইন্ট স্কিম পেতে চলেছে মোটরসাইকেলটি। 

আগামীকাল নতুন কালারে লঞ্চ হচ্ছে Harley-Davidson X440

   

আসন্ন কালার স্কিমে বাজার চলতি মডেলের তুলনায় বেশ কিছু প্রিমিয়াম স্পর্শ দেওয়া হতে পারে। জানিয়ে রাখি, বর্তমানে তিনটি কালারে বেছে নেওয়া যায় বাইকটি। এগুলি হল – মাস্টার্ড ডেনিম, মেটালিক থিক রেড, মেটালিক ডার্ক সিলভার এবং ম্যাট ব্ল্যাক। এর দাম ২.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

কালারে নতুনত্ব দেওয়া হলেও আসন্ন Harley-Davidson X440-এর কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হবে না বলেই অনুমান করা হচ্ছে। এর ৪৪০ সিসি, এয়ার-অয়েল-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স। ১৮-১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে বাইকটি। রয়েছে KYD আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং একটি মোনোশক। ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক।

650cc সেগমেন্টে Royal Enfield-এর একচ্ছত্র আধিপত্য শেষ, নতুন বাইক নিয়ে বড় ঘোষণা BSA-র

প্রসঙ্গত, Harley-Davidson XR1200-এর থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে এসেছিল Harley-Davidson X440। এতে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে ফুল ডিজিটাল কনসোল। আবার টপ-এন্ড ভ্যারিয়েন্টে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ফুল এলইডি লাইটিং সেটআপ। এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৩.৫ লিটার, কার্বওয়েট ১৯০.৫ কেজি। আবার মাটি থেকে সিটের উচ্চতা ৮০৫ মিমি।