রেট্রো বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর! Royal Enfield Classic 650 অবশেষে লঞ্চ হল ভারতে

Royal Enfield Classic 650 দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের নতুন মডেলটির প্রাথমিক মূল্য…

Royal Enfield Classic 650 Launched

Royal Enfield Classic 650 দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের নতুন মডেলটির প্রাথমিক মূল্য ৩.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম, চেন্নাই) ধার্য করেছে। এই নতুন বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – হটরড, ক্লাসিক, এবং ক্রোম।

   

হটরড ভ্যারিয়েন্টে ব্রাংটিংথর্প ব্লু এবং ভাল্লাম রেড – এই দুই রঙের অপশন রয়েছে। ক্লাসিক ভ্যারিয়েন্ট এক্সক্লুসিভ টিল কালারে বেছে নেওয়া যাবে। যার দাম রাখা হয়েছে ৩.৪১ লক্ষ টাকা। অন্যদিকে, শীর্ষ ভ্যারিয়েন্ট ক্রোম, যা ব্ল্যাক ক্রোম রঙে এসেছে এবং এর কেনার খরচ ৩.৫০ লক্ষ টাকা। উল্লেখ্য, এই বাইকটি Royal Enfield Shotgun 650-এর তুলনায় কিছুটা কম দামে আনা হয়েছে।

Advertisements

Himalayan ও KTM 390-কে চাপে ফেলতে আসছে CFMoto 450MT, অ্যাডভেঞ্চারে কেরামতি দেখাবে!

Royal Enfield Classic 650-এর ডিজাইনে ক্লাসিক ৩৫০-এর ছোঁয়া

নতুন ক্লাসিক ৬৫০ ডিজাইনের দিক থেকে ক্লাসিক ৩৫০-এর অনুপ্রেরণা নিয়েছে, যা ভারতের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, বাঁকানো ফেন্ডার, এবং পি-শুটার স্টাইলের ডুয়াল এক্সহস্ট পাইপ এই বাইকটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বড় আকৃতির স্টাইলিশ ডিজাইন এটি রাস্তায় বেশ নজরকাড়া করে তুলবে।

শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স

Royal Enfield Classic 650-এ রয়েছে একটি ৬৪৮ সিসি, প্যারালাল-টুইন, এয়ার/অয়েল কুলড ইঞ্জিন, যা আগেও রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি বাইকে ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ৪৬.৩ বিএইচপি শক্তি ও ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ, যা রাইডিংকে আরও মসৃণ করে তোলে।

এই বাইকটিতে স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন শক অ্যাবজর্ভার দ্বারা সাসপেনশনের সাহায্যে সাপোর্ট পায়। এটি ওয়্যার-স্পোক চাকার সঙ্গে টিউব টাইপ টায়ার ব্যবহার করেছে, যা রেট্রো লুক ধরে রাখে।

2025 Bajaj Pulsar NS160 শীঘ্রই লঞ্চ করবে, ডিলারশিপে পৌঁছতে শুরু করেছে নয়া মডেল

আধুনিক ফিচার ও প্রযুক্তি

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ শুধুমাত্র স্টাইলেই নয়, ফিচারেও আধুনিক। এতে রয়েছে এলইডি হেডল্যাম্প ও টেল ল্যাম্প, অ্যাডজাস্টেবল লিভার, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, ট্রিপার নেভিগেশন, এবং ডুয়াল-চ্যানেল এবিএস।

বুকিং শুরু

নতুন Royal Enfield Classic 650-এর বুকিং ইতিমধ্যেই সংস্থার সমস্ত শোরুমে শুরু হয়ে গিয়েছে। যারা এই বাইকটি কিনতে চান, তারা এখনই বুকিং করে নিতে পারেন। স্টাইল, পারফরম্যান্স ও আধুনিক ফিচারের সংমিশ্রণে এটি বাজারে Kawasaki W800 ও Benelli Imperiale 400-এর মতো বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।