ফ্লিপকার্ট এই 6 টু হুইলারে লোভনীয় অফার আনছে, দেখুন তালিকা

আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) আরম্ভ হচ্ছে। তবে প্লাস ও ভিআইপি মেম্বাররা আজ ২৬ সেপ্টেম্বর…

Flipkart-Big-Billion-Day-Sale

আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) আরম্ভ হচ্ছে। তবে প্লাস ও ভিআইপি মেম্বাররা আজ ২৬ সেপ্টেম্বর থেকেই সেলের সুবিধা উপভোগ করতে পারবেন। ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে হরেক সামগ্রী অফারের আওতায় আনা হয়েছে। আবার এই অফার টু হুইলারপ্রেমীদেরও নিরাশ করছে না। অফার চলাকালীন একগুচ্ছ মোটরসাইকেল লোভনীয় ডিসকাউন্ট সহ কেনা যাবে। এমনকি সেই তালিকায় একটি ইলেকট্রিক স্কুটারও রয়েছে।

৭০০-র বেশি শহরে ১২,০০০ পিনকোডে মোটরসাইকেল ও স্কুটার ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে ক্যাশব্যাক অফার করা হচ্ছে। আবার ইএমআই বিকল্পতেও রয়েছে বেনিফিট। অফারের তালিকায় থাকা ছয়টি টু হুইলার সম্পর্কে জেনে নেওয়া যাক।

   

Bajaj Pulsar 125

পালসার ভারতের বাজারে একটি অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। ফ্লিপকার্টের সেলে Bajaj Pulsar 125-এর দাম রাখা হয়েছে ৭৯,৮৪৩ টাকা। মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য ৮১,৮৪৩ টাকা। পালসার ১২৫ হচ্ছে ব্র্যান্ডের লাইনআপের সবচেয়ে ছোট এবং সর্বাধিক সাশ্রয়ী মূল্যের বাইক।

Hero Glamour

ফ্লিপকার্টের সেলে কমিউটার বাইক Hero Glamour-কে আনা হয়েছে। বাজারে এই বাইকের Drum, Disc এবং XTEC ভ্যারিয়েন্ট বিক্রি করা হয়। এর দাম ৮১,০৯৮ টাকা থেকে শুরু করে ৮৬,৯৯৮ টাকা পর্যন্ত গিয়েছে।

Bajaj Dominar 250

Dominar 400-এর ছোট ভাই হিসেবে বাজারে এসেছিল Bajaj Dominar 250। টুরিং বাইক হিসেবে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই বাইকের এক্স-শোরুম মূল্য ১,৮৫,৮৯৪ টাকা। ফ্লিপকার্ট সেলে এটি ১,৮৩,৮৯৪ টাকায় কেনা যাবে।

Hero Karizma XMR

হিরো মোটোকর্প এই বছরের শুরুতে একটি সম্পূর্ণ নতুন অবতারে Karizma-কে ফিরিয়ে এনেছিল। এটি বর্তমানে সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল। Hero Karizma XMR-এর এক্স-শোরুম মূল্য ১,৮০,৯০০ টাকা। ফ্লিপকার্টে মোটরসাইকেলটি ১,৭৮,৯০০ টাকায় কেনা যাবে। 

দারুণ অফার! পুজোয় 60,000 টাকা ডিসকাউন্টে কিনুন এই ‘স্টাইলিশ’ ই-বাইক

Hero Splendor+ XTEC

Hero Splendor+ XTEC ভারতের বাজারে, বিশেষ করে গ্রামাঞ্চলে একটি অন্যতম জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল। এটি তার নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্যের রক্ষণাবেক্ষণ, কম দাম এবং বেশি মাইলেজের জন্য সুপরিচিত। স্প্লেন্ডার + এক্সটিইসি এর দাম ৯২,৫১৫ টাকা (এক্স-শোরুম)। যেখানে ফ্লিপকার্ট মোটরসাইকেলটি ৮০,১৬০ টাকায় অফার করছে। 

Bajaj Chetak 3202

বাজাজ অটো সম্পূর্ণ বৈদ্যুতিক অবতারে চেতক স্কুটারের একটি সস্তার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি হচ্ছে Chetak 3202। এটির টপ স্পিড প্রতি ঘন্টায় ৬৩ কিলোমিটার এবং রেঞ্জ ১৩৭ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ হতে ৫.৮৩ ঘণ্টা সময় নেয়। বাজাজ তাদের এই ই-স্কুটারে ৫০,০০০ কিলোমিটার বা ৩ বছরের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) থেকে Chetak 3202 কিনতে খরচ পড়বে ১,১২,৫১৮ টাকা।