লঞ্চ হল দেশীয় সংস্থার ইলেকট্রিক বাইক, ফুল চার্জে চলবে 75 কিমি

দেশীয় সংস্থার তৈরি পণ্য ভারতীয়দের কাছে বরাবর একটু বেশিই প্রিয়। এবারে বেঙ্গালুরুর স্টার্টআপ ইমোবি ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড (Emobi Manufacturing Private Limited) দেশের বাজারে লঞ্চ করল…

Emobi-AKX-Commuter e-bike launched

দেশীয় সংস্থার তৈরি পণ্য ভারতীয়দের কাছে বরাবর একটু বেশিই প্রিয়। এবারে বেঙ্গালুরুর স্টার্টআপ ইমোবি ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড (Emobi Manufacturing Private Limited) দেশের বাজারে লঞ্চ করল তাদের লেটেস্ট ইলেকট্রিক টু হুইলার। মডেলটির নাম – Emobi AKX Commuter। সংস্থার দাবি, দারুণ পারফরম্যান্স দিয়ে শহরের রাস্তায় চলাচলের সংজ্ঞা বদলে দেবে এই ‘মেড-ইন-ইন্ডিয়া’ ই-বাইক। 

Advertisements

পাশাপাশি একটি ধীর গতির বৈদ্যুতিক বাইক হাজির করেছে Emobi। মডেলটির নাম –  AKX LS। লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে যে সমস্ত চালকের উচ্চগতির টু হুইলার চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁদের জন্যই মূলত এটি আনা হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা হওয়ায়, এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। এতে রয়েছে একটি ১.৫ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি। আবার এটি অধিক শক্তিশালী ২.৩ কিলোওয়াট আওয়ার এনএমসি ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ।

Advertisements

আত্মপ্রকাশ করল রয়্যাল এনফিল্ডের নতুন বাইক, এদিন লঞ্চ

Emobi-র উভয় ইলেকট্রিক বাইক ফাস্ট চার্জার সহ এসেছে। যার দ্বারা ৩০ মিনিটে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এলপিএফ ভার্সন থেকে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার রেঞ্জ মিলবে। যেখানে এনএমসি ভ্যারিয়েন্ট ফুল চার্জে ১২০ কিলোমিটার পথ চলার শক্তি জোগাবে। অন্যদিকে AKX Commuter-এ দেওয়া হয়েছে র‍্যাপিড ব্যাটারি চার্জিং সিস্টেম। এটিও ফুল চার্জ হতে ৩০ মিনিট সময় নেবে। 

EICMA-তে Hero আনছে চার-চারটি টু হুইলার, যার মধ্যে একটি ই-স্কুটার, রইল তালিকা

মজার বিষয়, AKX-এর ব্যাটারি প্যাক Livaah-র সোলার হাইব্রিড ইনভার্টার প্রযুক্তি সমর্থন করে। অর্থাৎ সূর্যের আলো থেকে এটি চার্জ হতে সক্ষম। যা পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ভীষণ উপযোগী। এতে উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে জিও ফেন্সিং, লাইভ ট্রাকিং এবং ভেহিকেল ইমমবিলাইজেশন রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভারত রাও। সংস্থার পক্ষ থেকে এখনও দাম ঘোষণা করা হয়নি।