বৈদ্যুতিক গাড়ির বাজার তোলপাড় করবে! লঞ্চ হল BYD eMax 7, রেঞ্জ 530 কিমি

ভারতের বাজারে গাড়ির ব্যবসা ব্যাপক লাভদায়ক! একথা বিলক্ষণ বুঝেছে ব্যবসাকারী কোম্পানিগুলি। ইদানিং ইলেকট্রিক গাড়ির বেচাকেনায় জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। যে কারণে একের পর এক নতুন…

BYD-eMax-7-launched

ভারতের বাজারে গাড়ির ব্যবসা ব্যাপক লাভদায়ক! একথা বিলক্ষণ বুঝেছে ব্যবসাকারী কোম্পানিগুলি। ইদানিং ইলেকট্রিক গাড়ির বেচাকেনায় জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। যে কারণে একের পর এক নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে নানান সংস্থা। আজ যেমন দেশের বাজারে পা রাখল BYD eMax 7। চৈনিক সংস্থার এই ইলেকট্রিক গাড়ির দাম ২৯.৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি গোত্রের।

Advertisements

উল্লেখ্য, ভারতে প্রথম লঞ্চ হওয়া সংস্থার ইলেকট্রিক গাড়ি e6 MPV-এর উত্তরসূরি মডেল হিসাবে eMax 7 আনা হয়েছে। পেয়েছে একগুচ্ছ আপডেট। এটি দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – প্রিমিয়াম ও সুপিরিয়র। গাড়িটি ছয় ও সাত আসন সংখ্যার বিকল্পে উপলব্ধ হয়েছে। এদের মধ্যে দামের ফারাক ৬০,০০০ টাকা।

Advertisements

BYD eMax 7-এ দেওয়া হয়েছে একটি ৫৫.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ৪২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। আবার এটি ৭১.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে কেনা যাবে। এটি ফুল চার্জে ৫৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। প্রিমিয়াম ভ্যারিয়েন্টের থেকে ১৬০ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে সুপিরিয়র ভার্সনের আউটপুট ২০১ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক।

সুরক্ষাজনিত ফিচারের তালিকায় eMax 7-এ রয়েছে ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্টিং পয়েন্ট, ইবিডি সহ এবিএস, ট্রাকশন কন্ট্রোল প্রোগ্রাম এবং হিল হোল্ড অ্যাসিস্ট। এছাড়া এতে রয়েছে ফুল এলইডি লাইটিং, এনএফসি কি, পাওয়ার অ্যাডজাস্টেবল সাইড মিরর, পাওয়ার উইন্ডো, রিয়ার ওয়াইপার, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ১২.৮ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ইউএসবি টাইপ এ এবং টাইপ সি চার্জিং পয়েন্ট, ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদি। কেবিনে রয়েছে ব্ল্যাক এবং ব্রাউন থিমের অপশন।

KTM আনছে নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইক, এই অত্যাধুনিক ফিচার মন জিতে নেবে

BYD eMax 7-এ অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রুফ রেল, ফ্রেমলেস ফ্রন্ট ওয়াইপার, একটি প্যানোরামিক গ্লাস রুফ, ভেন্টিলেশন যুক্ত পাওয়ার্ড ফ্রন্ট সিট, রিমোট ফাংশন সহ ইলেকট্রিক টেলগেট ওপেনিং। আবার দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS) ফিচার সহ এসেছে গাড়িটি।