BYD Atto 2 শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। দেশের ইলেকট্রিক কার বাজারে আরও একটি নতুন সংযোজন করতে চলেছে BYD (Build Your Dreams)। চিনা এই অটো জায়ান্ট ইতিমধ্যেই ভারতে Atto 3, Seal, eMax 7 এবং Sealion ইলেকট্রিক মডেল লঞ্চ করেছে। এবার দেশের রাস্তায় গাড়িটির টেস্টিং চালাতে দেখা গেল। তাদের নতুন ইলেকট্রিক SUV গাড়িটি আপাদমস্তক ক্যামোফ্লাজে ঢাকা থাকলেও এর টেইললাইট ডিজাইন ও সাইড প্রোফাইল দেখে সহজেই চেনা গিয়েছে যে এটি Atto 2 মডেল।
BYD Atto 2 ইতিমধ্যেই যুক্তরাজ্যের বাজারে লঞ্চ হয়েছে, যেখানে এর দাম শুরু হয়েছে প্রায় GBP ৩০,৮৫০ (৩২.৫০ লাখের কাছাকাছি) থেকে। ভারতে লঞ্চ হলে অতিরিক্ত কর এবং ফিচার কাস্টমাইজেশনের কারণে এর দাম প্রায় ৩৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
BYD Atto 2: ব্যাটারি ও রেঞ্জ
যুক্তরাজ্যের মডেল অনুযায়ী, Atto 2-তে থাকছে কোম্পানির বিখ্যাত ৪৫ কিলোওয়ট আওয়ার BYD Blade Battery Pack। একবার ফুল চার্জে এই গাড়ি দিতে পারে প্রায় ৪৬৩ কিমি WLTP-ক্লেইমড রেঞ্জ। এতে থাকছে FWD (ফ্রন্ট-হুইল ড্রাইভ) মোটর, যা থেকে উৎপন্ন হয় সর্বোচ্চ ১৭৪ বিএইচপি পাওয়ার ও ২৯০ এনএম টর্ক। পারফরম্যান্সের দিক থেকে, মাত্র ৭.৯ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম এই ইলেকট্রিক SUV। সর্বোচ্চ গতি ধরা হয়েছে ১৬০ কিমি/ঘণ্টা।
মাত্র ১৩৫ সেকেন্ডে Mahindra BE 6 Batman Edition-এর সব মডেলের বিক্রি শেষ, কেন এত চাহিদা?
BYD Atto 2: ডিজাইন ও ফিচার
ডিজাইনের ক্ষেত্রে Atto 2 এসেছে বেশ আধুনিক ও স্লিক লুক নিয়ে। এর অন্যতম আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ‘Mobius Ring’ কানেক্টেড LED টেইল লাইটস, NFC কী, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, প্যানোরামিক সানরুফ, অ্যালুমিনিয়াম রুফ রেলস, ইলেকট্রিকালি ফোল্ডিং ORVMs এবং রেইন-সেন্সিং ওয়াইপারস। সব মিলিয়ে, এটি প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ একটি ইলেকট্রিক SUV হতে চলেছে।
ভারতে ইলেকট্রিক SUV সেগমেন্টে ক্রমশ প্রতিযোগিতা বাড়ছে। যদি BYD Atto 2-এর দাম প্রায় ৩৫ লাখ হয়, তবে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে আসন্ন Tata Harrier EV, Mahindra XEV 9e-এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে। প্রসঙ্গত, Atto 2 ভারতীয় বাজারে কোম্পানির অবস্থান আরও মজবুত করবে বলেই আশা করা হচ্ছে। এর দাম ও ফিচারই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভারতীয় ক্রেতাদের মধ্যে এর জনপ্রিয়তা কতটা হবে।