HomeBusinessAutomobile Newsপুজোর আগে Royal Enfield Bullet 350 কিনুন নতুন রঙে, রাস্তায় সবাই তাকাবে

পুজোর আগে Royal Enfield Bullet 350 কিনুন নতুন রঙে, রাস্তায় সবাই তাকাবে

- Advertisement -

রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) বাইক মানেই আভিজাত্যের সঙ্গে পথ চলা। এবার পুজোয় সেই আনন্দ উপযোগ করতে বহু মানুষ সংস্থার বাইক কেনার পরিকল্পনা করছেন। ক্রেতাদের সেই উদ্দীপনার মাত্রা কয়েকগুন বাড়িয়ে তুলতে এবারে ঐতিহাসিক বাইক বুলেট ৩৫০-এ (Royal Enfield Bullet 350) নয়া কালার অপশন লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। কী কালার শুনবেন?

এবারে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ নতুন ব্যাটেলিয়ন ব্ল্যাক কালারে এসেছে। সংস্থার ওয়েবসাইটে মডেলটির দাম ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি মিলিটারি ব্ল্যাক মডেলটির তুলনায় ১,০০০ টাকা বেশি দামি। নতুন কালার সংযোজনের ফলে এখন এই বাইক মোট পাঁচটি ব্ল্যাক শেডে বেছে নেওয়া যাবে। 

   

প্রসঙ্গত, বুলেট ৩৫০-এ শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ৩৪৯ সিসি, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে গতির সঙ্গে তাল মেলাতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। 

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, বাজার তুলকালাম করতে জম্পেশ ই-বাইক আনছে রিভল্ট

একটি ডবল ক্র্যাডেল ফ্রেমের উপর ভিত্তি করে ছোটে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350)। এটি ১৯-১৮ ইঞ্চি স্পোক হুইলে ছোটে। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং সাসপেনশন রয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে উপস্থিত ডিস্ক-ড্রাম কম্বো অর্থাৎ সামনে ডিস্ক এবং টপ ভ্যারিয়েন্টের পেছনে ডিস্ক সহ উপলব্ধ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular