বিদেশ কাঁপিয়ে এবার ভারতে আসছে BMW-র এই ইলেকট্রিক স্কুটার, এমাসেই লঞ্চ

ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। যে কারণে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা তাদের সেরা মডেলটি নিয়ে হাজির হচ্ছে। এবার সেই তালিকায় উঠে এল জার্মানির সংস্থা…

BMW-CE-02

ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। যে কারণে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা তাদের সেরা মডেলটি নিয়ে হাজির হচ্ছে। এবার সেই তালিকায় উঠে এল জার্মানির সংস্থা বিএমডব্লিউ-র (BMW) নাম। BMW CE 04-এর পর এবারে আরও একটি নতুন ইভি মডেল আনতে চলেছে তারা। শীঘ্রই এদেশে লঞ্চ হতে চলেছে তাদের নতুন একটি বৈদ্যুতিক স্কুটার, যার নাম – বিএমডব্লিউ সিই ০২ (BMW CE 02)। কেমন হবে মডেলটি, চলুন জেনে নেওয়া যাক।

বিএমডব্লিউ সিই ০২ একটি প্রিমিয়াম স্কুটার হিসেবে আসবে। সংস্থার পক্ষ থেকে এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। যা থেকে বলা যায়, শীঘ্রই স্কুটারটি লঞ্চ করবে। জানিয়ে রাখি, টিভিএস-এর হোসুরের কারখানায় এই স্কুটারের নির্মাণকাজ চলে। সেগুলি বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এর ইভি প্ল্যাটফর্মটি টিভিএস ও বিএমডব্লিউ যৌথভাবে তৈরি করেছিল। সিই ০২-র ভারতীয় ভার্সনটিও এই একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। এতে দেশীয় সংস্থাটি নিজেস্ব কিছু প্রযুক্তি যোগ করতে পারে।

   

প্রসঙ্গত, BMW CE 02-তে দেওয়া হচ্ছে একটি ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। জানা গিয়েছে, এই স্কুটার সিঙ্গেল ও ডুয়েল ব্যাটারি সেটআপ সহ আসবে। অর্থাৎ এটির একটি থেকে প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার রেঞ্জ ও ৯৫ কিলোমিটার টপ-স্পিড মিলবে। আবার একটি প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার এবং ৪৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। 

নয়া ভার্সন লঞ্চের এক মাসও পেরোয়নি, এরই মধ্যে 1.5 লক্ষ টাকা ডিসকাউন্ট এই গাড়িতে

BMW CE 04-এর মতো বিএমডব্লিউ সিই ০২-তেও (BMW CE 02) বেশ কিছু অত্যাধুকনিক ফিচার্স থাকবে। অনুমান করা হচ্ছে, এটির দাম ৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। যে কারণে এটি দেশের মধ্যে অন্যতম দামি ই-স্কুটারের খেতাব পেতে চলেছে। সেপ্টেম্বরেই বাজারে আসছে এই স্কুটি।