ইলেকট্রিক স্কুটার হবে আরও বেশি চমকপ্রদ, বিরাট পদক্ষেপ নিচ্ছে Bajaj

বাজাজ আটো (Bajaj Auto) বর্তমানে তাদের ইলেকট্রিক স্কুটারের পোর্টফোলিও সম্প্রসারণে মনোনিবেশ করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সেগুলি লঞ্চের পরিকল্পনা করছে তারা। সম্প্রতি Bajaj Chetak 2901…

Bajaj-Chetak platform

বাজাজ আটো (Bajaj Auto) বর্তমানে তাদের ইলেকট্রিক স্কুটারের পোর্টফোলিও সম্প্রসারণে মনোনিবেশ করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সেগুলি লঞ্চের পরিকল্পনা করছে তারা। সম্প্রতি Bajaj Chetak 2901 লঞ্চ করেছে বাজারে। এবারে সংস্থা Chetak 2903 আনার প্রস্তুতি আরম্ভ করেছে। পুজোর সময় এটি বাজারে আনা হতে পারে। বড় বিষয়, সস্তার ও প্রিমিয়াম মডেল তৈরির পাশাপাশি নতুন চেতক ইলেকট্রিক প্ল্যাটফর্ম বিকাশের কাজ চালাচ্ছে বাজাজ।

নতুন ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ভবিষ্যতে নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটি আনবে বাজাজ। যদিও সংস্থার পক্ষ থেকে প্ল্যাটফর্মটির বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি। তবে এটি নিয়ে সংস্থার যে বড়সড় পরিকল্পনা রয়েছে তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। 

   

উন্নততর এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি ইলেকট্রিক স্কুটারে বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার থাকতে পারে ফাস্ট চার্জিং। ফলে এগুলি ক্রেতাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলা যায়। আবার গুগল ম্যাপ নেভিগেশন, টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট দেওয়া হতে পারে নতুন ই-স্কুটারে। 

Citroen Basalt-এর ফাঁকা মাঠে গোল দেওয়ার দিন শেষ, দু’দিন বাদেই বাজারে আসছে Tata Curvv ICE

নয়া বাজাজ (Bajaj) চেতক প্ল্যাটফর্ম ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে বাজারে হাজির হতে পারে বলে জল্পনা দানা বেধেঁছে। এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এতে তৈরি ইলেকট্রিক স্কুটারের ডিজাইন আরও বেশি চমকপ্রদ হবে বলেই ধারণা।