HomeBusinessAutomobile Newsক্রেতাদের বেশি রেঞ্জের আকাঙ্ক্ষা পূরণ করতে লঞ্চ হল চেতকের নয়া ভ্যারিয়েন্ট, দাম...

ক্রেতাদের বেশি রেঞ্জের আকাঙ্ক্ষা পূরণ করতে লঞ্চ হল চেতকের নয়া ভ্যারিয়েন্ট, দাম কত?

- Advertisement -

Chetak 2901 লঞ্চের পর বাজাজ অটো (Bajaj Auto) আরও একটি ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনা সত্যি করে ভারতের বাজারে চেতকে আরও একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল বাজাজ। মডেলটির নামকরণ করা হয়েছে বাজাজ চেতক ব্লু ৩২০২ (Bajaj Chetak Blue 3202)। কিনতে খরচ পড়বে ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 

বাজারে লাইনআপে ২৯০১ ও আরবান ভ্যারিয়েন্টের মাঝামাঝিতে স্থান পেয়েছে বাজাজ চেতক ব্লু ৩২০২। এটি আরবান ভ্যারিয়েন্টের তুলনায় ৮,০০০ টাকা সস্তা। আবার ফুল চার্জে ১৩৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এখন ২,০০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে স্কুটারটি। আবার চারটি দারুণ কালার অপশনে বেছে নেওয়া যাবে – ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক এবং ম্যাট কোর্স গ্রে। 

   

Bajaj Chetak Blue 3202 : রেঞ্জ

বাজাজ চেতক ৩২০২-তে দেওয়া হয়েছে একটি ৩.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এই একই ব্যাটারি প্রিমিয়াম ভ্যারিয়ন্টটিতেও বর্তমান। ফলে রেঞ্জ ১২৬ কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ১৩৭ কিলোমিটার হয়েছে বলে দাবি সংস্থার। 

Bajaj Chetak Blue 3202 : ফিচার্স

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে বাজাজ চেতক ব্লু ৩২০২-তে দেওয়া হয়েছে অশ্বক্ষুরাকৃতি এলইডি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, কানেক্টিভিটি ফিচার্স, একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, অল-মেটাল বডি, একটি ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি। এছাড়া রয়েছে ইলুমিনেটেড সুইচ গিয়ার, সফট ক্লোগ সিট, রিভার্স ফাংশন এবং একটি স্মার্ট কি। 

নতুন Royal Enfield Classic 350 ‘ফ্যাক্টরি কাস্টম প্রোগ্রাম’ সহ লঞ্চ হল, কী সুবিধা মিলবে এতে?

স্পোর্ট ও ক্রল মোড ছাড়াও বাজাজ চেতক ব্লু ৩২০২-তে (Bajaj Chetak Blue 3202)রয়েছে ইকো মোড। আবার হিল-হোল্ড ও রোল-ওভার ডিটেকশন সহ বাজারে এসেছে স্কুটারটি। এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Ather Rizta, Ola S1 Air, TVS iQube ইত্যাদি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments