দেশের প্রথম CNG বাইক ঘোষণা করল বাজাজ, অপেক্ষার 100 দিনেরও কম, আপনি প্লাটিনার থেকে বেশি মাইলেজ পাবেন

CNG: দেশি বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাজ অবশেষে দেশের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করার ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ…

CNG

CNG: দেশি বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাজ অবশেষে দেশের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করার ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ সিএনজি (CNG) মোটরসাইকেল সিরিজের পরিকল্পনা উন্মোচন করেছেন। এখন সিএনজি মোটরসাইকেলের প্রথম মডেলটি 2024 সালের জুন মাসে বাজারে আসবে। এই ঘোষণাটি বাজাজ গ্রুপের আগামী 5 বছরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর অধীনে 5,000 কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতির ঘোষণার সাথে করা হয়েছে। আসুন কোম্পানির পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানি।

পেট্রোল থেকে গ্রাহকরা ভালো মাইলেজ পাবেন

আসন্ন বাজাজ মোটরসাইকেলটি সিএনজিতে চলবে যা পেট্রোলের চেয়ে ভালো মাইলেজ দেবে। মাইলেজ মোটরসাইকেলগুলির এখনও ভারতীয় গ্রাহকদের মধ্যে সর্বোচ্চ চাহিদা রয়েছে। কোম্পানিটি এই সেগমেন্টে বাজাজ প্লাটিনা 100 এবং সিটি মোটরসাইকেল বিক্রি করছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দাবি করা হচ্ছে যে আসন্ন সিএনজি মোটরসাইকেলের মাইলেজ পেট্রোলে চলা বাইকের থেকে বেশি হবে। এর মানে হল বাজাজের আসন্ন সিএনজি (CNG) মোটরসাইকেলটি হবে কোম্পানির সবচেয়ে মাইলেজ দক্ষ বাইক। তবে আসন্ন সিএনজি মোটরসাইকেল সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

বাজাজের আসন্ন সিএনজি মোটরসাইকেলটি ডবল জ্বালানি সেটআপ পাবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাইকটিতে একটি ডেডিকেটেড সুইচও পাওয়া যাবে যা গ্রাহকদের সিএনজি থেকে পেট্রোলে বা পেট্রোল থেকে সিএনজিতে যেতে সাহায্য করবে (CNG)। এ উপলক্ষে কোম্পানির এমডি রাজীব বাজাজ বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘আত্মনির্ভর’ বা ‘স্থানীয়দের জন্য ভোকাল’-এর মতো স্লোগানে অর্থবহ পরিবর্তন আনার জন্য অপর্যাপ্ত।