বাজারে আসছে নতুন শক্তিশালী স্ট্রিটফাইটার বাইক, কবে লঞ্চ?

গত বছর অনুষ্ঠিত EICMA 2024-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছিল Aprilia Tuono 457। দীর্ঘদিন ঘরেই ভারতের বাজারে বাইকটির লঞ্চ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। এবারে দেশের মাটিতে প্রথমবার…

Aprilia Tuono 457

গত বছর অনুষ্ঠিত EICMA 2024-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছিল Aprilia Tuono 457। দীর্ঘদিন ঘরেই ভারতের বাজারে বাইকটির লঞ্চ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। এবারে দেশের মাটিতে প্রথমবার এর টেস্টিং চালাতে দেখা গেল। এতে মডেলটির এদেশে লঞ্চ একপ্রকার নিশ্চিত বলা যায়। Yamaha MT-03-এর সঙ্গে টক্কর নিতেই বাজারে আনা হচ্ছে। তাই দুই মডেলের দাম কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। Tuono 457 আদপে ৫০০সিসির কম সেগমেন্টের একটি টুইন-সিলিন্ডার যুক্ত নেকেড বাইক।

ভারতের বাজারে এই বাইক আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। Aprilia RS 457-এর উপর ভিত্তি করে আসছে বাইকটি। দুই মডেলের মধ্যে ডিজাইনে অনেক মিল থাকলেও ফিচারের তারতম্য থাকবে। এতে একটি বিকিনি হেডল্যাম্পের সঙ্গে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল এবং বৃহৎ ট্যাঙ্ক এক্সটেনশনের দেখা মিলবে।

   

Bajaj Pulsar N160 সিঙ্গেল-সিট ভ্যারিয়েন্ট লঞ্চ হল, বেস মডেলের চেয়ে অনেক সস্তা

Aprilia Tuono 457-এ থাকবে ৪৫৭ সিসি প্যারালেল-টুইন ইঞ্জিন। যা থেকে ৯,৪০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৬.৯ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এই শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স, যা অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সুবিধা দেয়। এই সেটআপের ফলে গিয়ার পরিবর্তন আরও মসৃণ হবে এবং আক্রমণাত্মক রাইডিংয়ের সময় ব্যাক-টর্ক কম থাকবে।

এপ্রিলিয়ার স্পোর্টস বাইকগুলোর ইঞ্জিন সাধারণত স্মুথ, রিফাইন্ড ও শক্তিশালী পারফরম্যান্স দেয়। Aprilia RS 457-এর ইঞ্জিনের অভিজ্ঞতা অনুযায়ী, এই ইঞ্জিনটি রাইডারদের জন্য বেশ পাঞ্চি পাওয়ার ডেলিভারি ও ট্র্যাক্টেবল পারফরম্যান্স প্রদান করবে।

Aprilia Tuono 457 প্রিমিয়াম ফিচার ও আধুনিক টেকনোলজি

Aprilia Tuono 457 একটি নেকেড স্ট্রিটফাইটার বাইক, যার ডিজাইন এবং ফিচার সেট আপকে স্পোর্টি ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। যদিও এর সম্পূর্ণ ফিচার তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে ফুল-ডিজিটাল TFT ডিসপ্লে, রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল, ও আপসাইড-ডাউন (USD) ফর্ক সাসপেনশন থাকতে পারে। Tuono সিরিজের অন্যান্য বাইকের মতোই, এতে প্রিমিয়াম হার্ডওয়্যার ও লাইটওয়েট চেসিস থাকবে, যা পারফরম্যান্স ও হ্যান্ডলিং উন্নত করবে।

2025 KTM 390 Adventure S এদেশে কবে লঞ্চ করছে? তারিখ ঘোষণা করল কেটিএম

Tuono 457 মূলত KTM 390 Duke-এর প্রতিযোগী হতে পারে। বর্তমানে, ৪ লক্ষ টাকার নিচে কেটিএম ৩৯০ ডিউক, BMW G 310 R, Triumph Speed 400-এর মতো স্ট্রিটফাইটার বাইক বিকল্প হিসেবে রয়েছে। তবে Tuono 457-এর পাওয়ার, প্যারালেল-টুইন ইঞ্জিন, এবং প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু এটিকে প্রতিযোগিতার ক্ষেত্রে আলাদা করে তুলবে।

Aprilia Tuono 457-এর সম্ভাব্য দাম

Aprilia RS 457 বর্তমানে ভারতে প্রায় ৪.২৫-৪.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) দামে বিক্রি হচ্ছে। যেহেতু Tuono RS 457 এর তুলনায় সস্তা হবে, তাই এটি প্রায় ৪ লক্ষ টাকার কম দামে (এক্স-শোরুম) লঞ্চ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি এই দাম সত্যি হয়, তবে এটি বাজারে একটি প্রিমিয়াম ও পছন্দসই বিকল্প হয়ে উঠবে।

SUV-র দামে লঞ্চ হল নতুন শক্তিশালী রেট্রো রোডস্টার বাইক

প্রসঙ্গত, এপ্রিলিয়ার Tuono 457 একটি নতুন জেনারেশনের স্পোর্টি স্ট্রিটফাইটার বাইক, যা তরুণ রাইডার এবং স্পোর্টি বাইক প্রেমীদের আকৃষ্ট করবে। শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ফিচার এবং আক্রমণাত্মক ডিজাইনের কারণে এটি ভারতের মিড-রেঞ্জ নেকেড বাইক সেগমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে এর আনুষ্ঠানিক লঞ্চের পর আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।