Aprilia RS457 পেল নতুন কালার শেড, লঞ্চ হল ভারতে

Aprilia RS457

Aprilia RS457 ভারতে নতুন কালার অপশনে লঞ্চ হল। ইন্ডিয়া বাইক উইক (IBW) ২০২৫-এর বাইকটি তিনটি নতুন পেইন্ট স্কিম সহ হাজির হয়েছে। কারিগরিতে বাইকটি অপরিবর্তিত থাকলেও নতুন কালার অপশনগুলি এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট মডেলটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

Aprilia RS457: কালার অপশন

বর্তমান ব্ল্যাক রেসিং স্ট্রিপস কালার স্কিম বিক্রি চালু থাকবে, কিন্তু এতে অতিরিক্ত স্টিকার যোগ করে লুক কিছুটা রিফ্রেশ করা হয়েছে। এটি সম্ভবত GP Replica Edition নামে পরিচিত হবে এবং Aprilia-এর MotoGP রেস বাইক থেকে ইন্সপায়ার্ড। এছাড়া দুটি সম্পূর্ণ নতুন কালার যোগ হয়েছে: Blue এবং Yellow। এই দুটি কালার RS457-কে রাস্তায় একেবারে আলাদা উপস্থিতি দেবে।

   

ব্লু কালার স্কিমটি দুটির মধ্যে আরও এলাবোরেট – ব্লু, রেড ও ব্ল্যাকের থ্রি-টোন ফিনিশ। কনট্রাস্ট-হেভি ডিজাইন স্পোর্টি ও রেস-ইন্সপায়ার্ড টাচ যোগ করে, যা পুরোনো অপশন থেকে স্পষ্টভাবে আলাদা। অন্যদিকে ইয়েলো কালার স্কিম তুলনামূলকভাবে ক্লিনার – ব্রাইট ইয়েলো বেসের সঙ্গে সিলভার ও ব্ল্যাক হাইলাইট। তিনটি অপশনের মধ্যে ইয়েলো সবচেয়ে আকর্ষণীয়, তার বোল্ড কিন্তু ব্যালেন্সড লুকের জন্য। আরও কিছু ইয়েলো স্প্ল্যাশ থাকলে আরও ফাঙ্কি হতো।

আকর্ষণীয়ভাবে নতুন কালার স্কিমগুলো আরএস৪৫৭-এর বড় ভাই Aprilia RS660-এর কালারের সঙ্গে অনেক মিল। এই ভিজুয়াল সিমিলারিটি RS457-এর সুপারস্পোর্ট আইডেন্টিটি আরও মজবুত করে এবং স্টাইলিংয়ে প্রিমিয়াম ফিল দেয়।

দাম ও রোলআউট নিয়ে অনিশ্চয়তা

নতুন কালারগুলি পুরোনো স্কিমগুলোকে রিপ্লেস করবে নাকি পাশাপাশি বিক্রি হবে – সেটা এপ্রিলিয়া এখনও কনফার্ম করেনি। নতুন কালারের দামও প্রকাশ করা হয়নি। বর্তমান RS457-এর দাম ৪,৫৪,৭১৭ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। পুরোনো কালারগুলোর মধ্যে দামের তফাত না থাকায় নতুন কালারগুলিও একই দামে আসার সম্ভাবনা।

কসমেটিক আপডেট ছাড়া আরএস৪৫৭ একই থাকছে। একই ৪৫৭সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, হার্ডওয়্যার ও ফিচার সেট।

নতুন কালার অপশনগুলো Aprilia RS457-কে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে ইয়েলো এবং ব্লু স্কিম রাস্তায় অনেক হেড টার্ন করাবে। IBW ২০২৫-এ লঞ্চের পর ক্রেতারা এখন শোরুমে গিয়ে নতুন লুক চেক করতে পারবেন। এন্ট্রি-লেভেল সুপারস্পোর্টে স্টাইলের নতুন মাত্রা যোগ করল এপ্রিলিয়া!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন