2025 Yezdi Scrambler ও Roadster-এর লঞ্চ সামনেই, তার আগে নয়া লুকে দেখা দিল

ভারতে 2025 Yezdi Scrambler ও Roadster-এর আপডেট ভার্সনের টেস্টিং চলছে জোরকদমে। সম্প্রতে সেই সময় মোটরসাইকেল দুটির দর্শন পাওয়া গিয়েছে। Yezdi ইতিমধ্যেই তাদের নতুন Adventure মডেল…

2025 Yezdi Scrambler and Roadster Spied Testing Before Launch

ভারতে 2025 Yezdi Scrambler ও Roadster-এর আপডেট ভার্সনের টেস্টিং চলছে জোরকদমে। সম্প্রতে সেই সময় মোটরসাইকেল দুটির দর্শন পাওয়া গিয়েছে। Yezdi ইতিমধ্যেই তাদের নতুন Adventure মডেল বাজারে এনেছে, আর এবার Scrambler ও Roadster মডেলের পালা। বিভিন্ন সূত্রে দাবি, এই দুই বাইক আগামী ১২ আগস্ট ভারতে লঞ্চ হতে পারে। তাই এই মডেল দুটির দেখা পাওয়া লঞ্চের জল্পনার আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

2025 Yezdi Scrambler ও Roadster – নতুন ফিচার ও ডিজাইনে আপডেট

স্পাই ইমেজ অনুযায়ী, 2025 Yezdi Roadster-এ দেখা গিয়েছে LED রিয়ার ইন্ডিকেটর, যেগুলি টেললাইট হিসাবেও কাজ করবে। অন্যদিকে, Scrambler মডেলটিতে রয়েছে নতুন ধরনের শক অ্যাবজর্বার, যা আগের মডেলের থেকে আলাদা। ডিজাইনের দিক থেকে বাইকগুলির বর্তমান মডেলের সঙ্গেই মিল রয়েছে, তবে নতুন ডুয়েল-টোন পেইন্ট স্কিম ও রিফ্রেশড স্টাইলিং দেখা যেতে পারে।

   

শক্তিশালী Alpha 2 ইঞ্জিনে চলবে দু’টি বাইক

নতুন Scrambler ও Roadster মডেলে থাকবে Yezdi Adventure-এর মতোই ৩৩৪ সিসি লিকুইড-কুল্ড Alpha 2 ইঞ্জিন। এই ইঞ্জিন Adventure মডেলে ২৯.৬ বিএইচপি শক্তি ও ২৯.৯ এনএম টর্ক উৎপন্ন করে এবং এর সঙ্গে থাকছে ছয়-গতির গিয়ারবক্স। আশা করা যায়, এই ইঞ্জিন একই পারফরম্যান্স দেবে Scrambler ও Roadster মডেলেও।

Royal Enfield Himalayan-এর টিউবলেস স্পোক হুইলের দামে বড় বদল, এখন কেনার খরচ কত?

Advertisements

Yezdi Adventure-এর মতোই এই দুটি মডেলেও কিছু নতুন ফিচার যোগ হতে পারে। একইসঙ্গে, ভ্যারিয়েন্ট অনুযায়ী সামান্য মূল্যবৃদ্ধিও হতে পারে। তবে বাইকের আপডেট ও শক্তিশালী ইঞ্জিনকে দেখে অনেকেই এই পরিবর্তনকে ইতিবাচকভাবে নিচ্ছেন।

Yezdi তাদের ক্লাসিক ডিজাইন বজায় রেখেই নতুন প্রযুক্তি ও ইঞ্জিনের সংমিশ্রণ ঘটিয়ে 2025 Yezdi Scrambler ও Roadster মডেল আপডেট করতে চলেছে। যারা ক্লাসিক লুক ও আধুনিক ফিচারের সমন্বয়ে একটি শক্তিশালী বাইক খুঁজছেন, তাদের জন্য এই নতুন মডেল দুটি হতে চলেছে এক আদর্শ পছন্দ।