ভারতের স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এলো ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। জনপ্রিয় সুপারস্পোর্ট সিরিজ R15 এখন হাজির হয়েছে একদম নতুন লুকে। কোম্পানি লঞ্চ করেছে 2025 Yamaha R15 V4 রেঞ্জ, যেখানে রয়েছে নতুন রঙের বিকল্প, আরও আকর্ষণীয় গ্রাফিক্স এবং ফেস্টিভ সিজনের জন্য একেবারে ফ্রেশ লুক। দাম শুরু হচ্ছে 1.68 লাখ টাকা থেকে (এক্স-শোরুম) এবং সিরিজে পাওয়া যাবে R15M, R15 Version 4 এবং R15S ভ্যারিয়েন্ট।
2025 Yamaha R15 V4: নতুন রঙ ও ডিজাইন আপডেট
Yamaha এইবার তাদের তিনটি ভ্যারিয়েন্টেই নতুন রঙের সংযোজন করেছে। R15M এখন পাওয়া যাবে একেবারে নতুন মেটালিক গ্রে শেডে, যা বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুক দিয়েছে। R15 Version 4-এ যুক্ত হয়েছে মেটালিক ব্ল্যাক। পাশাপাশি জনপ্রিয় রেসিং ব্লু-কে আরও শার্প গ্রাফিক্স দিয়ে সজ্জিত করা হয়েছে। সবচেয়ে বড় আপডেট হলো ম্যাট পার্ল হোয়াইট, যা এর আগে আন্তর্জাতিক বাজারে R-Series পরিবারের মধ্যে জনপ্রিয় হলেও এবার প্রথমবারের মতো ভারতীয় বাজারে এসেছে R15 Version 4-এ। অন্যদিকে R15S এসেছে ম্যাট ব্ল্যাক রঙে, যেখানে উজ্জ্বল ভার্মিলিয়ন রঙের হুইল যুক্ত হয়ে বাইকটিকে দিয়েছে আরও স্পোর্টি লুক।
দাম ও ভ্যারিয়েন্ট
নতুন কালার অপশন সত্ত্বেও 2025 Yamaha R15 V4-এর দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। R15M-এর দাম রাখা হয়েছে 2.01 লাখ টাকা, R15 Version 4-এর দাম 1.84 লাখ টাকা এবং সবচেয়ে সাশ্রয়ী R15S পাওয়া যাবে 1.67 লাখে। দাম ভ্যারিয়েন্ট-ভেদে ভিন্ন হলেও প্রতিটি বাইকেই রঙ ও গ্রাফিক্সের মাধ্যমে নতুনত্ব যোগ করা হয়েছে।
চার আকর্ষণীয় রঙে TVS Ntorq 150 বাজার তোলপাড় করছে, কোনটি কেমন?
ইঞ্জিন ও ফিচার
যদিও বাইকের রঙ ও ডিজাইনে এসেছে পরিবর্তন, তবে মেকানিক্যাল দিক থেকে তিনটি ভ্যারিয়েন্টই অপরিবর্তিত। এদের শক্তি যোগায় 155cc লিকুইড-কুল্ড ইঞ্জিন, যেখানে রয়েছে Variable Valve Actuation (VVA) টেকনোলজি। এই ইঞ্জিন ক্লাস-লিডিং পারফরম্যান্স প্রদান করে, যা R15-কে তার সেগমেন্টের অন্য বাইকগুলির থেকে আলাদা করে তোলে। বাইকের শীর্ষ গতি, দ্রুত অ্যাকসেলারেশন এবং স্মুথ পাওয়ার ডেলিভারি একে করে তুলেছে স্পোর্টস বাইকপ্রেমীদের প্রথম পছন্দ।
R15 সিরিজের ফিচার লিস্ট আগের মতোই আধুনিক ও সমৃদ্ধ। এখানে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, যা রাইডিং এক্সপেরিয়েন্সকে করে তোলে আরও নিরাপদ ও আরামদায়ক। নির্বাচিত ভ্যারিয়েন্টে রয়েছে কুইক শিফটার, যা দ্রুত গিয়ার বদলাতে সাহায্য করে। সামনে Upside-Down ফর্ক সাসপেনশন এবং শক্তিশালী ব্রেকিং সিস্টেম নিশ্চিত করে উন্নত হ্যান্ডলিং। এ সব মিলিয়ে R15 এখনও ভারতীয় স্পোর্টস বাইক সেগমেন্টের সবচেয়ে ফিচার-সমৃদ্ধ বাইকগুলির মধ্যে একটি।
নতুন রঙ, আপডেটেড গ্রাফিক্স এবং একই শক্তিশালী ইঞ্জিন প্রযুক্তি নিয়ে 2025 Yamaha R15 V4 রেঞ্জ আবারও বাজার মাতাতে প্রস্তুত। স্টাইল ও পারফরম্যান্সের দুর্দান্ত মিশ্রণ এই বাইকটিকে শুধু তরুণ প্রজন্ম নয়, বরং প্রত্যেক বাইকপ্রেমীর কাছেই আকর্ষণীয় করে তুলেছে। নতুন বছরের শুরুতেই R15 আবার প্রমাণ করল, ভারতের সেরা এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট বাইকের আসন তার হাতেই সুরক্ষিত।