ভারতের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Tata Motors অবশেষে নিশ্চিত করেছে যে তাদের কিংবদন্তি SUV, 2025 Tata Sierra ফের একবার নতুন রূপে হাজির হতে চলেছে। গাড়িটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ২০২৫ সালের ২৫ নভেম্বর, যা ভারতের গাড়িপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে। প্রায় দুই দশক পর এই আইকনিক নামের প্রত্যাবর্তন ভারতীয় অটো ইন্ডাস্ট্রিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
2025 Tata Sierra: পুরনো স্মৃতি, নতুন প্রযুক্তির মেলবন্ধন
১৯৯১ সালে প্রথমবার আত্মপ্রকাশ করেছিল Tata Sierra, যা ছিল ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত লাইফস্টাইল SUV। এর সাহসী থ্রি-ডোর ডিজাইন এবং অনন্য র্যাপঅ্যারাউন্ড রিয়ার গ্লাস একে অন্যদের থেকে আলাদা করেছিল। ২০০০-এর দশকের শুরুতে এই মডেলটির প্রোডাকশন বন্ধ হয়ে গেলেও এর নাম আজও গাড়িপ্রেমীদের মনে গেঁথে আছে। ২০২৫ সালে Tata Sierra ফিরে আসছে সম্পূর্ণ নতুন ফাইভ-ডোর SUV হিসেবে, যেখানে থাকবে আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং ইলেকট্রিক সংস্করণের প্রস্তুতি।
Sierra-র রিটার্ন শুধুমাত্র একটি SUV লঞ্চ নয়, বরং এটি Tata Motors-এর ঐতিহ্যের পুনর্জন্ম। এই গাড়ি প্রমাণ করে দিয়েছে ভারতের অটোমোবাইল কোম্পানিগুলি এখন ডিজাইন, টেকনোলজি ও সাস্টেইনেবিলিটির দিক থেকে কতটা এগিয়ে গেছে। ক্লাসিক লুকের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচার মিলিয়ে Tata Sierra ২০২৫ হতে চলেছে কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ।
Also Read: Kia Carens-এ এলো CNG কিট অপশন, ডিলারের কাছ থেকেই মিলবে
ডিজাইনে রেট্রো ছোঁয়া
২০২৫ সালের শুরুতে অনুষ্ঠিত Bharat Mobility Global Expo-তে Tata Sierra-র কনসেপ্ট মডেল প্রদর্শিত হয়েছিল। পাশাপাশি মুম্বাইয়ে ক্যামোফ্লেজ করা টেস্ট মিউলগুলিও দেখা গিয়েছে। নতুন Sierra-র ডিজাইনে থাকছে রেট্রো টাচের সঙ্গে আধুনিক লাইনআপের মিশ্রণ। বাহ্যিক দিক থেকে গাড়িটিতে থাকবে চৌকো বডি ডিজাইন, সোজা বনেট, ফ্ল্যাট টেইলগেট, এবং পুরনো Sierra-র অনুপ্রেরণায় তৈরি ট্রেডমার্ক কোয়ার্টার গ্লাস প্যানেল। পাশাপাশি গাড়িতে দেখা যাবে ইলুমিনেটেড ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল, শার্ক-ফিন অ্যান্টেনা-সহ রুফ স্পয়লার, এবং ইন্টিগ্রেটেড ADAS মডিউলসহ ফ্রন্ট বাম্পার।
নতুন Tata Sierra-র অভ্যন্তরভাগ সম্পূর্ণভাবে পুনর্গঠিত হয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে কানেক্টিভিটি ও কমফোর্টের ওপর। কনসেপ্ট ও টেস্ট মডেল অনুযায়ী এতে থাকছে বড় হরাইজন্টাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা সিস্টেম, রোটারি ড্রাইভ সিলেক্টরসহ পুশ-বাটন স্টার্ট, ফ্লোটিং সেন্টার কনসোল, এবং প্যানোরামিক সানরুফ। এছাড়াও সেফটির জন্য থাকছে ADAS স্যুট, এবং প্যাসেঞ্জার-সাইড ডিসপ্লে যা প্রদর্শিত হয়েছিল Bharat Mobility Expo-তে।
ইঞ্জিন অপশন
Tata Sierra বাজারে আসবে পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পে, এরপর আসবে ইলেকট্রিক সংস্করণ (EV)। পেট্রোল ভ্যারিয়েন্টে থাকবে ১.৫ লিটার TGDi টার্বো-পেট্রোল ইঞ্জিন, আর ডিজেলে থাকছে ২.০ লিটার Kryotec ইঞ্জিন। দুই ইঞ্জিনেই ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশন পাওয়া যাবে।
দাম
নতুন Sierra Tata Motors-এর SUV লাইনআপে Curvv এবং Harrier-এর মধ্যে অবস্থান করবে। এর দাম শুরু হতে পারে প্রায় ১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara, Honda Elevate এবং Kia Seltos।
প্রসঙ্গত, 2025 Tata Sierra ভারতীয় অটোপ্রেমীদের জন্য শুধুমাত্র একটি SUV নয়, বরং এটি এক ঐতিহ্যের পুনর্জন্ম — যেখানে অতীতের গৌরব ও ভবিষ্যতের প্রযুক্তি একসঙ্গে মিশে তৈরি করছে এক অনন্য মডেল।


