এবার পুজোয় ভারতে আসছে VLF Mobster স্কুটার, থাকছে ইনবিল্ট ড্যাশক্যাম

VLF Mobster scooter

ইতালিয়ান টু-হুইলার ব্র্যান্ড VLF (Velocifero) ভারতের বাজারে তাদের দ্বিতীয় স্কুটার VLF Mobster আনতে চলেছে। জানা গিয়েছে, এই উৎসব মরসুমেই বাজারে পা রাখবে মডেলটি। VLF Tennis-এর পর এটি হবে কোম্পানির দ্বিতীয় মডেল। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তৈরি এই স্পোর্টি স্কুটারটিতে থাকবে একাধিক আধুনিক ফিচারে ঠাসা, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইনবিল্ট ড্যাশক্যাম।

VLF Mobster – স্পোর্টি ডিজাইন

VLF Mobster হবে একটি পেট্রোলচালিত স্কুটার এবং এর ডিজাইন করেছেন খ্যাতনামা ইতালিয়ান ডিজাইনার আলেসান্দ্রো টারতারিনি। স্কুটারটির ডিজাইনে স্পষ্টভাবে হাই-পারফরম্যান্স স্ট্রিটফাইটার মোটরসাইকেলের প্রভাব দেখা যায়। সামনে রয়েছে ডুয়েল এলইডি হেডল্যাম্প ও DRL সহ উচ্চ ফ্লাইস্ক্রিন এবং এক্সপোজড হ্যান্ডেলবার। কমপ্যাক্ট সিট এবং মেটালিক বডি-প্যানেলের সাথে এটি পাওয়া যাবে দুটি কালারে—লাল ও ধূসর।

   

Motohaus India-এর প্রতিষ্ঠাতা তুষার শেলকে জানিয়েছেন, “Mobster শুধুমাত্র আরেকটি স্কুটার নয়, বরং এটি বাজারে এক নতুন ক্যাটেগরি তৈরি করবে।” তিনি আরও বলেন, “লিকুইড কুলিং, সুইচেবল এবিএস, ইনবিল্ট ড্যাশক্যাম-এর মতো টেকনোলজিকে যখন ইতালিয়ান ডিজাইনের সাথে মেলানো হয়, তখন সেটা শুধুই রাইড নয়—একটি স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। Mobster তরুণদের ভাষায় কথা বলে—শক্তিশালী, কানেক্টেড এবং সাহসী।”

স্বাধীনতা দিবসে Mahindra-র বড় চমক! চার চারটি নতুন SUV কনসেপ্ট মডেল উন্মোচনের পূর্বাভাস

VLF স্কুটারটি একটি হাই-টেনসাইল স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি এবং এতে থাকছে হাইড্রোলিক সাসপেনশন ব্যবস্থা। সামনের ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক, প্রিমিয়াম টায়ার ও অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে। কোম্পানি এখনও পুরো টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

Mobster-এ থাকছে ৫ ইঞ্চির একটি ফুল-ডিজিটাল TFT ডিসপ্লে, যেখানে রাইড ডেটা, মোবাইল নোটিফিকেশন, কল ও মিউজিক কন্ট্রোল করা যাবে। এছাড়াও, মোবাইল স্ক্রিন মিররিং-এর সুবিধা, ইউএসবি চার্জিং পোর্ট এবং ফ্রন্ট ড্যাশক্যাম থাকবে, যা এই সেগমেন্টে একটি নতুন সংযোজন।

শক্তিশালী ইঞ্জিন বিকল্প

যদিও কোম্পানি এখনও অফিসিয়ালি ইঞ্জিন সম্পর্কে ঘোষণা দেয়নি, তবে গ্লোবাল মার্কেটে এটি ১২৫ সিসি ও ১৮০ সিসি ইঞ্জিনে পাওয়া যায়। ১৮০ সিসি ইঞ্জিনটি ১৭.৭ বিএইচপি ও ১৫.৭ এনএম টর্ক উৎপাদন করে। ভারতের বাজারে এই বড়ো ইঞ্জিন ভার্সনটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম পর্যায়ে VLF-এর এই স্কুটার পাওয়া যাবে দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, গোয়া, কোলহাপুর ও সাংলি শহরে। পরবর্তীতে ধাপে ধাপে আরও শহরে এর ডিস্ট্রিবিউশন বাড়ানো হবে। প্রতিযোগিতায় Mobster-এর মুখোমুখি হবে Aprilia SR 175, Yamaha Aerox 155 ও Hero Xoom 160-এর মতো প্রিমিয়াম স্কুটারের সঙ্গে।

স্টাইল, পারফরম্যান্স ও টেকনোলজির মিশেলে VLF Mobster হতে চলেছে প্রিমিয়াম স্কুটার মার্কেটের এক নতুন চমক। উৎসবের মৌসুমে এই স্কুটার তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন