ইতালিয়ান টু-হুইলার ব্র্যান্ড VLF (Velocifero) ভারতের বাজারে তাদের দ্বিতীয় স্কুটার VLF Mobster আনতে চলেছে। জানা গিয়েছে, এই উৎসব মরসুমেই বাজারে পা রাখবে মডেলটি। VLF Tennis-এর পর এটি হবে কোম্পানির দ্বিতীয় মডেল। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তৈরি এই স্পোর্টি স্কুটারটিতে থাকবে একাধিক আধুনিক ফিচারে ঠাসা, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইনবিল্ট ড্যাশক্যাম।
VLF Mobster – স্পোর্টি ডিজাইন
VLF Mobster হবে একটি পেট্রোলচালিত স্কুটার এবং এর ডিজাইন করেছেন খ্যাতনামা ইতালিয়ান ডিজাইনার আলেসান্দ্রো টারতারিনি। স্কুটারটির ডিজাইনে স্পষ্টভাবে হাই-পারফরম্যান্স স্ট্রিটফাইটার মোটরসাইকেলের প্রভাব দেখা যায়। সামনে রয়েছে ডুয়েল এলইডি হেডল্যাম্প ও DRL সহ উচ্চ ফ্লাইস্ক্রিন এবং এক্সপোজড হ্যান্ডেলবার। কমপ্যাক্ট সিট এবং মেটালিক বডি-প্যানেলের সাথে এটি পাওয়া যাবে দুটি কালারে—লাল ও ধূসর।
Motohaus India-এর প্রতিষ্ঠাতা তুষার শেলকে জানিয়েছেন, “Mobster শুধুমাত্র আরেকটি স্কুটার নয়, বরং এটি বাজারে এক নতুন ক্যাটেগরি তৈরি করবে।” তিনি আরও বলেন, “লিকুইড কুলিং, সুইচেবল এবিএস, ইনবিল্ট ড্যাশক্যাম-এর মতো টেকনোলজিকে যখন ইতালিয়ান ডিজাইনের সাথে মেলানো হয়, তখন সেটা শুধুই রাইড নয়—একটি স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। Mobster তরুণদের ভাষায় কথা বলে—শক্তিশালী, কানেক্টেড এবং সাহসী।”
স্বাধীনতা দিবসে Mahindra-র বড় চমক! চার চারটি নতুন SUV কনসেপ্ট মডেল উন্মোচনের পূর্বাভাস
VLF স্কুটারটি একটি হাই-টেনসাইল স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি এবং এতে থাকছে হাইড্রোলিক সাসপেনশন ব্যবস্থা। সামনের ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক, প্রিমিয়াম টায়ার ও অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে। কোম্পানি এখনও পুরো টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি।
Mobster-এ থাকছে ৫ ইঞ্চির একটি ফুল-ডিজিটাল TFT ডিসপ্লে, যেখানে রাইড ডেটা, মোবাইল নোটিফিকেশন, কল ও মিউজিক কন্ট্রোল করা যাবে। এছাড়াও, মোবাইল স্ক্রিন মিররিং-এর সুবিধা, ইউএসবি চার্জিং পোর্ট এবং ফ্রন্ট ড্যাশক্যাম থাকবে, যা এই সেগমেন্টে একটি নতুন সংযোজন।
শক্তিশালী ইঞ্জিন বিকল্প
যদিও কোম্পানি এখনও অফিসিয়ালি ইঞ্জিন সম্পর্কে ঘোষণা দেয়নি, তবে গ্লোবাল মার্কেটে এটি ১২৫ সিসি ও ১৮০ সিসি ইঞ্জিনে পাওয়া যায়। ১৮০ সিসি ইঞ্জিনটি ১৭.৭ বিএইচপি ও ১৫.৭ এনএম টর্ক উৎপাদন করে। ভারতের বাজারে এই বড়ো ইঞ্জিন ভার্সনটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম পর্যায়ে VLF-এর এই স্কুটার পাওয়া যাবে দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, গোয়া, কোলহাপুর ও সাংলি শহরে। পরবর্তীতে ধাপে ধাপে আরও শহরে এর ডিস্ট্রিবিউশন বাড়ানো হবে। প্রতিযোগিতায় Mobster-এর মুখোমুখি হবে Aprilia SR 175, Yamaha Aerox 155 ও Hero Xoom 160-এর মতো প্রিমিয়াম স্কুটারের সঙ্গে।
স্টাইল, পারফরম্যান্স ও টেকনোলজির মিশেলে VLF Mobster হতে চলেছে প্রিমিয়াম স্কুটার মার্কেটের এক নতুন চমক। উৎসবের মৌসুমে এই স্কুটার তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকরা।