Gas Booking: আগামী মাস থেকেই বাড়তে চলেছে গ্যাস বুকিংয়ের খরচ

চিন্তিত দেশবাসী। কারণ গ্যাস সিলিন্ডার বুকিং (Gas Booking), বিদ্যুতের বিল দেওয়া, জল কর পেমেন্টের মতো ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে সারজার্জ। যার ফলে গ্যাস…

LPG india

চিন্তিত দেশবাসী। কারণ গ্যাস সিলিন্ডার বুকিং (Gas Booking), বিদ্যুতের বিল দেওয়া, জল কর পেমেন্টের মতো ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে সারজার্জ। যার ফলে গ্যাস বুকিং বা বিদ্যুতের বিল বুকিংয়ে খরচ বাড়বে। দেশের জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক IDFC ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারীদের উপর এই চার্জ লাগু করছে।

সেখানে বলা হয়েছে কোনও IDFC ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারক যদি ১০,০০০ টাকা ইউটিলিটি বিল বাবদ ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেন, তবে তাঁকে কোনও সারচার্জ দিতে হবে না। কিন্তু যদি ওই কার্ডধারক এক পেমেন্ট সার্কেলের মধ্যে ৩০,০০০ টাকা খরচ করেন, তবে তাঁকে অতিরিক্ত ১০,০০০ টাকার উপরে ১ শতাংশ চার্জ ও GST দিতে হবে। ৩০ হাজার টাকার ১ শতাংশ হল ৩০০ টাকা ও এরসঙ্গে যুক্ত হবে GST-ও।

ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম
তবে জানানো হয়েছে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি স্টেটমেন্টে ১৫,০০০ টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্ট করলে সেখানে ১ শতাংশ সারচার্জ এবং GST দিতে হবে। তবে, ইয়েস ব্যাঙ্ক প্রাইভেট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য কোনও সারচার্জ জারি করা হয়নি।

IDFC ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম
অপরপক্ষে IDFC ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি স্টেটমেন্ট সাইকেলে ২০,০০০ টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্ট এবার, সে ক্ষেত্রে ১ শতাংশ সারচার্জ এবং GST দিতে হবে৷ তবে ইউটিলিটি সারচার্জের এই নিয়ম ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ড, LIC ক্লাসিক ক্রেডিট কার্ড এবং LIC সিলেক্ট ক্রেডিট কার্ডে এই নিয়ম প্রযোজ্য হবে না। বাকি ক্রেডিট কার্ডের গ্রাহকদের কিন্তু সারচার্জ দিতে হবে বলে জানান হয়েছে।

আগামী ১ মে থেকেই এই নতুন চার্জ কার্যকরী হতে চলেছে। এখানে উভয় ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ ধার্য করা হয়েছে। কারণ এর আগে অনেক ব্যাঙ্ক ইউটিলিটি বিল, ইন্স্যুরেন্স এবং ভাড়া পরিশোধে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই কারণেই এবার ধীরে ধীরে চাপানো হচ্ছে সারচার্জও। পাশাপাশি বাড়তে চলেছে বাড়ি-গাড়ির লোনের EMI।