বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন মহিলারা, মোদীর জন্মদিনে AIIMS-এর বিশেষ উদ্যোগ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) একটি বৃহৎ স্বাস্থ্য শিবিরের সূচনা করেছে। ‘সুস্থ নারী,…

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) একটি বৃহৎ স্বাস্থ্য শিবিরের সূচনা করেছে। ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার’ (Swasth Nari Sashakt Parivar) অভিযানের অধীনে শুরু হওয়া এই শিবিরের মূল লক্ষ্য মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং-এর সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে সচেতনতা বাড়ানো ও মহিলাদের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার প্রাপ্যতা বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য।

Advertisements

মহিলাদের সাড়া অত্যন্ত ইতিবাচক

AIIMS-এর সুপারিনটেনডেন্ট ডা. নিরুপম মদন জানিয়েছেন, শিবিরের প্রতি মহিলাদের সাড়া অত্যন্ত ইতিবাচক। দুপুর ১টা থেকে কার্যক্রম শুরু হলেও মাত্র এক ঘন্টার মধ্যেই ৩০০ জন মহিলা নিবন্ধন করেছেন। তিনি বলেন, “আমরা দুপুরে শুরু করেছি, আর এক ঘন্টার মধ্যেই ৩০০ জন রেজিস্ট্রেশন করেছে। এই সংখ্যা আরও বাড়ছে। এটা দারুণভাবে এগোচ্ছে।”

বিজ্ঞাপন

এই বিশেষ স্বাস্থ্য শিবির টানা দুই সপ্তাহ চলবে এবং আগামী ২ অক্টোবর পর্যন্ত মহিলারা এর সুযোগ নিতে পারবেন। ডা. মদন জানান, এই উদ্যোগ মহিলাদের সাধারণ বহির্বিভাগ (OPD) পরিষেবায় অংশগ্রহণও বাড়াবে। নিবন্ধনকারী রোগীরা পরবর্তীতে নিয়মিত চিকিৎসা ও ফলো-আপের জন্যও AIIMS-এর বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

কী কী পরীক্ষা

শিবিরে মহিলাদের জন্য সাধারণ শারীরিক পরীক্ষা, গর্ভবতী মহিলাদের প্রসূতি পরীক্ষা, সংক্রামক ও অসংক্রামক রোগের স্ক্রিনিং, ত্বকজনিত ও চক্ষুজনিত সমস্যার পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত ও অন্যান্য নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষা এআইআইএমএসেই করা হচ্ছে।

ডা. মদন আরও জানান, “ডাক্তাররা এখানে সাধারণ শারীরিক পরীক্ষা, গর্ভকালীন চেক-আপ এবং বিভিন্ন রোগের স্ক্রিনিং করছেন। ত্বক ও চোখের সমস্যারও পরীক্ষা হচ্ছে। ল্যাব টেস্টের জন্য আলাদা স্যাম্পল এখানেই নেওয়া হচ্ছে।”

একইসঙ্গে, শিবিরে উপস্থিত অনেকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। হাসপাতালের নিরাপত্তারক্ষী অঞ্জলি বলেন, “যেসব পরিষেবার জন্য সাধারণত টাকা খরচ করতে হয়, সেগুলো আমরা এখানে বিনামূল্যে পাচ্ছি। পুরো শরীরের চেক-আপ এখানে করানো যাচ্ছে। এটা সত্যিই মহিলাদের জন্য বড় সহায়তা।”

শুধু দিল্লি নয়, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আগামী ১৫ দিন ধরে রাজ্য জুড়ে ২৬ হাজার স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে।

গৌহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আসামে ১৫ দিনের কর্মসূচি নিয়েছি। এই সময়ে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মেগা স্বাস্থ্য শিবির হবে। ‘সেবা পাক্ষিক’ কর্মসূচির মধ্যে রক্তদান শিবির হবে, নতুন লেখকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। অরুণোদয় প্রকল্পে আরও ৩০ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি আরও জানান, ‘এক পেড মা কে নাম’ (Ek Ped Maa Ke Naam) উদ্যোগকেও নতুন করে গতিশীল করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মোদীজির নেতৃত্বে ভারত উন্নত দেশের পথে এগিয়ে চলেছে। এই ধরনের সামাজিক উদ্যোগ তারই প্রমাণ।”