HomeBusinessAdani-Hindenburg: হিন্ডেনবার্গ মামলায় স্বস্তি আদানি গোষ্ঠীর! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Adani-Hindenburg: হিন্ডেনবার্গ মামলায় স্বস্তি আদানি গোষ্ঠীর! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

- Advertisement -

হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg) সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল আদানি গোষ্ঠী। সিটকে তদন্তভার দিতে নারাজ শীর্ষ আদালত। সিট তদন্তের আর্জি খারিজ করে সেবির হাতেই তদন্তের ভার বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে ৩ মাসের মধ্যে সেবিকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

সুপ্রিম কোর্ট বলেছে, সেবি-র তদন্ত যথাযথ। সেবি ২৪টি মামলার মধ্যে ২২টি তদন্ত করেছে৷ বাকি দুটি মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেবি হল উপযুক্ত কর্তৃপক্ষ৷ ওসিসিপিআর রিপোর্টের ভিত্তিতে সেবি-র তদন্তকে সন্দেহ করা যায় না।

   

হিন্ডেনবার্গ-আদানি মামলায় সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তে বলেছে যে শুধুমাত্র সেবিই এই বিষয়ে তদন্ত করবে। তদন্ত সিটের কাছে হস্তান্তর করা হবে না। আদালত বলেছে যে সেবি এই তদন্তের জন্য একটি উপযুক্ত সংস্থা, তাই আমাদের এতে হস্তক্ষেপ করার দরকার নেই। সুপ্রিম কোর্ট ভারত সরকার এবং সেবিকে ভারতীয় বিনিয়োগকারীদের আগ্রহ জোরদার করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করতে বলেছে। আদালত সেবিকে বিদ্যমান নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নতি করতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিয়ে কাজ করতে বলেছে।

উল্লেখ্য, সেবির বিরুদ্ধে তদন্তে পক্ষপাতের অভিযোগ করা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে। যেহেতু আদানিদের সঙ্গে মোদি সরকারের ঘনিষ্ঠতা রয়েছে সেহেতু সেবি তদন্তে পক্ষপাত করছে বলে অভিযোগ করা হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular