Aadhaar Card: আধারে লেখা জন্ম তারিখ বৈধ নয়, নিয়মে বড় পরিবর্তন আনল UIDAI

আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করেন তবে এই খবরটি আপনার জন্য। এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার…

Aadhaar Update

আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করেন তবে এই খবরটি আপনার জন্য। এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। নিয়ম পরিবর্তন করেছে UIDAI। হ্যাঁ, এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনও জায়গায় নথি হিসাবে বৈধ হবে না।

১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে

১ ডিসেম্বর থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই বিষয়ে একটি আদেশ দিয়েছে। তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন তৈরি হওয়া আধার কার্ডেও এটি জন্মস্থান হিসাবে ব্যবহার করা উচিত নয় এমন তথ্যও আধার কার্ডে চিহ্নিত করা হচ্ছে। নতুন আধার কার্ড ডাউনলোড করার সময় এই সম্পর্কিত তথ্য লেখা থাকবে বলে জানানো হয়েছে।

অর্থাৎ নতুন ব্যবস্থার পরে, আপনাকে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে।

কেন এই নতুন নিয়ম ?

বারবার আধারকার্ডে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডামিশন, স্পোর্টস কম্পিটিশনসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। যদিও ইউআইডিএআই-এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।কিন্তু তা কাজে আসেনি। তাই এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০০৯ সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে, আধার কার্ডটি একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। যাঁদের আধার কার্ড নেই, তাঁরা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়।

নিয়ম পরিবর্তনের পর আধারকার্ডে নথিভুক্ত জন্ম তারিখকে স্বীকৃতি না দেওয়ায় বড় প্রশ্ন উঠেছে। পেনশন সহ সরকারি নানা প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা নানা সুবিধা পেয়ে থাকেন। অনেকে আছেন হয়ত তাদের জন্ম সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে তাঁরা বিরাট সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।