৭–১৫ বছরের বাচ্চাদের আধার বায়োমেট্রিক আপডেট ফ্রি, জানুন পুরো প্রক্রিয়া

Aadhaar Biometric Update Free

শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (Mandatory Biometric Update – MBU) প্রক্রিয়াকে আরও সহজ ও মানুষের উপযোগী করে তুলতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে তাদের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক Behavioural Insights Limited (BIT)। আধার সংক্রান্ত পরিষেবায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে উভয় সংস্থা মিলিতভাবে কাজ করবে।

UIDAI জানিয়েছে, অনেক পরিবারই সন্তানের বায়োমেট্রিক আপডেট সময়মতো করতে পারেন না, মূলত তথ্যের অভাব, প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চয়তা অথবা কেন্দ্র পরিদর্শনের অসুবিধার কারণে। ফলে শিশুদের আধার-নির্ভর বিভিন্ন পরিষেবা—যেমন স্কুলে ভর্তির নথিভুক্তি, সরকারি স্কিম, বৃত্তি বা কল্যাণমূলক সুবিধা—পেতে সমস্যার মুখে পড়তে হয়।

   

এই কারণেই ইউআইডিএআই ও বিআইটি যৌথভাবে বিশ্লেষণ করবে কোন কোন কারণে অভিভাবকরা আপডেটের সময়সীমা মিস করছেন। তারা আচরণভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্মারক বার্তা, নাজ বা সহজ নির্দেশিকা তৈরি করবে যাতে প্রক্রিয়াটি আরও সাবলীল ও চাপমুক্ত হয়।

এক বছরের ফি মওকুফ—অভিভাবকদের বড় স্বস্তি:

শিশুদের বায়োমেট্রিক আপডেট বাড়াতে ইউআইডিএআই বড় ঘোষণা করেছে। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৭ থেকে ১৫ বছরের শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এই সিদ্ধান্ত অর্থনৈতিক চাপ কমাবে এবং অভিভাবকদের সময়মতো MBU সম্পন্ন করতে উৎসাহ দেবে।

কীভাবে করবেন বায়োমেট্রিক আপডেট? Aadhaar Biometric Update Free

1. যোগ্যতা যাচাই করুন: ৭–১৫ বছর বয়সী শিশুদের জন্য ফ্রি আপডেটের সুযোগ।
2. কেন্দ্র খুঁজুন: Bhuvan Aadhaar পোর্টাল বা UIDAI ওয়েবসাইট থেকে নিকটবর্তী অনুমোদিত এনরোলমেন্ট সেন্টার খুঁজে নিন।
3. যে নথি লাগবে: শুধু শিশুর আধার নম্বরই যথেষ্ট, যদি না ডেমোগ্রাফিক তথ্য বদলানোর প্রয়োজন থাকে।
4. শিশুকে সঙ্গে নিয়ে যান: কেন্দ্রেই নতুন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ছবি তোলা হবে।
5. ইউআরএন সংগ্রহ করুন: আপডেট রিকোয়েস্ট নম্বরের মাধ্যমে অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।
6. ডাউনলোড করুন নতুন আধার: প্রসেস সম্পন্ন হলে UIDAI পোর্টাল বা mAadhaar অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে।

কী বললেন UIDAI ও BIT কর্মকর্তারা?

UIDAI-এর সিইও ভূবনেশ কুমার জানান, “ডিজিটাল সিস্টেম ও আচরণগত বোঝাপড়ার সংমিশ্রণ আধার পরিষেবা আরও পরিবার-বান্ধব করবে।”
BIT-এর সিইও র‍্যাচেল কয়েল বলেন, “প্রমাণ-ভিত্তিক আচরণগত উদ্যোগ সময়মতো বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করতে দারুণ সাহায্য করবে।”

সময়মতো আপডেট কেন জরুরি?

শিশুর বায়োমেট্রিক সময়মতো আপডেট না থাকলে বিভিন্ন আধার-নির্ভর পরিষেবা পেতে বিলম্ব বা যাচাইকরণ সমস্যা দেখা দেয়। তাই সুবিধাভোগীদের অনুরোধ—সময়সীমার মধ্যে নিকটস্থ যে কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেটটি করে নিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন