Bangladesh: দলীয় কর্মীদের ক্ষোভে কোটি টাকার নায়িকা মাহিয়া মাহি ভোট থেকে ভ্যানিশ

বাংলাদেশের (Bangladesh) সর্বোচ্চ দর (এক কোটি টাকা) নেওয়া অভিনেত্রী মাহিয়া মাহিকে (Mahiya Mahi) আর প্রার্থী করল না (Awami League) আওয়ামী লীগ। জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধেই দলীয়…

actress Mahiya Mahi

বাংলাদেশের (Bangladesh) সর্বোচ্চ দর (এক কোটি টাকা) নেওয়া অভিনেত্রী মাহিয়া মাহিকে (Mahiya Mahi) আর প্রার্থী করল না (Awami League) আওয়ামী লীগ। জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধেই দলীয় কর্মীদের ক্ষোভ ছিল তুঙ্গে। অরাজনৈতিক নয় রাজনৈতিক নেতাকে প্রার্থী করার দাবি উঠছিল। রবিবার আসন্ন জাতীয় সংসদের ছটি কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শাসক জোট। এতে নেই মাহিয়া মাহির নাম।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শারমিন আকতার নিপা (মাহিয়া মাহি) যদিও আওয়ামী লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ কেন্দ্রের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি দাবি করেছিলেন আওয়ামী লীগের হারা আসনে কমপক্ষে ৫০ হাজার ভোটে জয়ী হবেন। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ-২ কেন্দ্রটি খালেদা জিয়ার দল বিএনপি জয়ী হয়েছিল।

শেখ হাসিনা নেতৃত্বে চলা সরকার গণতন্ত্র ধংস করেছে এই অভিযোগে সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের ছয় বিএনপি সংসদ সদস্য একসাথে পদত্যাগ করেন। এর মধ্যে আছেন চাঁপাইনবাবগঞ্জ-২ কেন্দ্রের এমপি আমিনুল ইসলাম। এই কেন্দ্র ও বাকি আরও ৫টি কেন্দ্রের উপনির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি।

চাঁপাইনবাবগঞ্জ-২ কেন্দ্র থেকে মাহিয়া মাহি লড়াই করবেন সংবাদে বাংলাদেশ জুড়ে আলোড়ন ছড়ায়। পাশাপাশি এই কেন্দ্রের আওয়ামী লীগ নেতা কর্মীরা ক্ষোভ দেখাতে থাকেন। মাহিয়া অরাজনৈতিক ও এলাকা চেনেননা বলে বার্তা দেন শাসক দলের নেতারা। এমনিতেই হারা আসন। সেখানে বিক্ষুব্ধ ভোট বিএনপির দিকে চলে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়। শেষপর্যন্ত মাহিয়াকে আর প্রার্থী করার ঝুঁকি নিল না আওয়ামী লীগ। সবুজ সংকেত দেননি শেখ হাসিনা।