নতুন বছরের শুরুতে ISL যুদ্ধে কোথায় দাঁড়িয়ে কলকাতার দুই প্রধান, জানুন বিস্তারিত

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ১ লা জানুয়ারি পড়ার সাথে সাথে দামামা বেজে গেছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। আগামী কয়েক দিন ধরে আমরা দেখবো কোন দল কোন…

East Bengal-Mohun Bagan

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ১ লা জানুয়ারি পড়ার সাথে সাথে দামামা বেজে গেছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। আগামী কয়েক দিন ধরে আমরা দেখবো কোন দল কোন ফুটবলারকে নিয়ে চমক দেয়। সেই সব সম্পর্কে আলোচনা তো আসতেই থাকবে।ত বে এখানে আমরা আলোচনা কলকাতা অন‍্যতম দুই প্রধান ফুটবল ক্লাব কেমন খেলছে সেই বিষয়।

ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের হয়ে শেষ দুই ম‍্যাচে নজরকাড়া ফুটবল খেলেছিলেন যথাক্রমে ক্লেইটন সিলভা এবং দিমিত্রি পেত্রাতোস।দুজনেই নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন ক্লাবের হয়ে বছরে শেষ ম‍্যাচে।

আসা যাক দিমিত্রি পেত্রাতোসের কথায়।দুর থেকে একটা দর্শনীয় গোল করে সকলকে চমকে দিয়েছিলেন সবুজ মেরুন ব্রিগেডের এই ফুটবলার।ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভা দারুণ গোল করেছিলেন একটা চোখ ধাঁধানো ফ্রিকিকে।বছরের শেষ ম‍্যাচে দুই প্রধানের, দুই ফুটবলারে,দুটো দুর্দান্ত ফিনিস উপভোগ করেছেন সকলেই।এই দুই বিদেশি ফুটবলারের এমন দুটো দারুণ কীর্তি সকল সমর্থকদের খুশি করেছে বলা যায় নিঃসন্দেহে।

বছরের শেষ ম‍্যাচে দারুণ জয়।নতুন বছরে ইতিবাচক ভাবেই ফুটবল অভিযান শুরু করবে কলকাতার এই দুই ফুটবল ক্লাব।আসি এটিকে মোহনবাগানের কথায়।এখনও অবধি ১২ টা ম‍্যাচ খেলেছে সবুজ মেরুন শিবির, তার মধ্যে জিতেছে সাতটি ম‍্যাচে, ড্র করেছে দুটিতে,হেরেছে তিনটিতে।বর্তমানে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।

ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের তুলনায় একটি ম‍্যাচ কম খেলেছে।অর্থাৎ এযাবৎ মোট এগারোটা ম‍্যাচ খেলেছে তারা।চারটি ম‍্যাচ জিতেছে, হেরেছে সাতটিতে।একটিও ম‍্যাচ ড্র করতে পারেনি তারা।১২ পয়েন্ট নিয়ে আট নম্বর পজিশনে আছে লাল হলুদ ব্রিগেড,এই মুহূর্তে।এখনও অবধি ইস্টবেঙ্গলের কাছে সুযোগ আছে লিগের টপ সিক্সে শেষ করার।অবশ্য এটিকে মোহনবাগানের শেষ মুহূর্তে কোনও নাটকীয় পরিবর্তন না এলে লিগের প্রথম ছয় দলে থাকা প্রায় পাকা।