পঞ্চায়েত ভোটের আগে বিরাট সংখ্যায় আসনে বিনা লড়াইয়ে জিতছে (TMC) তৃ়ণমূল কংগ্রেস। লাগাতার বিক্ষোভের মাঝে বাংলার গ্রামাঞ্চলে কর্তৃত্ব থাকছে ধরে নিয়েছে শাসকদল। তবে দলের অভ্যন্তরে বিক্ষোভ চলছেই। এবার বিদ্রোহী বিধায়কদের তালিকায় নব সংযোজন গিয়াসউদ্দিন মোল্লা। দলীয় নির্দেশ উপেক্ষা করে নিজের অনুগামীদের নির্দল প্রার্থী করে বিদ্রোহ দেখাতে শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিধায়ক।
পাটনায় জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটের বৈঠকে আছেন মমতা। সেখানেই তিনি খবর পেলেন গোঁসা হয়েছে গিয়াসউদ্দিনের। জানা যাচ্ছে পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে শাসকদলের বুথস্তরের কর্মীদের মধ্যে বিক্ষোভে সুর মিলিয়েছেন গিয়াসউদ্দিন।
রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরা যে সব এলাকায় সংখ্যাগরিষ্ঠ সেই সব এলাকার বিধায়করা বিদ্রোহী তালিকায় সামিল। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী, চোপড়ার হামিদুল রহমান, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর, রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ, জলঙ্গীর আব্দুল রেজ্জাক এরযোগে নেমেছেন বিদ্রোহে। হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারিও প্রবল ক্ষোভ দেখিয়েছেন।