Weather: উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে ভোর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে।
শুক্রবারে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রপাতের ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস, ২৪ জুন শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৫ জুন রবিবার সকালে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে।