- অতিরিক্ত সময় অতিক্রম করে রেফারির লম্বা বাঁশি। অর্থাৎ আজকের খেলা কিন্তু শেষ। ৪-০ গোলে পাকিস্তান কে পরাজিত করল ভারত
- ৮২ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর বদলে এলেন রহিম আলি
- আবার গোলললললললল!!!!!! পাক ডিফেন্স কে বোকা বানিয়ে গোল উদান্তা কুমারের। ফলাফল ৪-০ গোল
India thrash Pakistan 4-0 in the SAFF Championship 🇮🇳💙
Jai Ho! Absolute domination. 🔥#INDvPaK #IndianFootball #BackTheBlue #SKIndianSports pic.twitter.com/Txu0S19GDg
— Sportskeeda (@Sportskeeda) June 21, 2023
- ৭৫ মিনিটের মাথায় ফের বদল ভারতের। ছাত্র বদলে দলে এলেন উদান্তা সিং।
- গোলললললললললল!!!! ৭৩ মিনিটের শেষে ভারতের তৃতীয় গোল। হ্যাট্রিক সুনীল ছেত্রীর।
HAT-TRICK
SUNIL CHHETRI 🐐🔥🔥#SAFFChampionship #INDvsPAK #INDPAK pic.twitter.com/Q9VR4XXlPz
— 𝐋𝐎𝐑𝐃 𝐒𝐏𝐎𝐑𝐓𝐒 🇮🇳 (@Lordsportsindia) June 21, 2023
- ৭২ মিনিটের শেষের দিকে পাক গোল বক্সে ফাউল ছেত্রী কে। ফের পেনাল্টি পেল ভারত
- ৭২ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগে বল নিয়ে উঠে আসেন পাক ডিফেন্ডার। তবে এগিয়ে এসে দলের সাক্ষাৎ পতন রোধ করেন গোলরক্ষক অমরিন্দর সিং
- ৬৬ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোলে শট। জিকসন সিংয়ের হেড। অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তান।
- প্রীতম কোটালের বদলে এলেন নিখিল পূজারী
- অনিরুদ্ধ থাপার বদলে এলেন রোহিত কুমার
- ৬৪ মিনিটের মাথায় দুটি বদল ভারতের।
- ৬১ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করার চেষ্টা পাক ফুটবলারদের। তবে এগিয়ে এসে বলটিকে বিপদ মুক্ত করেন ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিং
- ৫৯ মিনিটের মাথায় ফ্রি কিক পায় পাকিস্তান। সহজেই পরিস্থিতির সামাল দেন ভারতীয় ডিফেন্ডাররা।
- ৫৮ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে ধাক্কা লাগে পাক ফুটবলার মেহমুদের। বড়সড় সমস্যা দেখা দেয়নি।
- ৫৪ মিনিটের মাথায় ভারতীয় রক্ষনভাগে পাকা হানা। আলি কান্ত নিয়াজির ভাসানো বল আসলে ও পরিস্থিতি সামাল দেন ভারতীয় ডিফেন্ডাররা।
- আসলেন, সায়াক দোস্ত হাসান বসিরের বদলে
- আলি নিয়াজী আসলেন হায়াতের বদলে
- ম্যাচের ৫৩ মিনিটের মাথায় দুটি বদল আনল পাকিস্তান।
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু। গোলের সহজ সুযোগ হেলায় হারালেন সাহাল আব্দুল সামাদ।
- ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ কে লাল কার্ড দেখানোর পাশাপাশি হলুদ কার্ড দেখানো হল পাক ম্যানেজার কে। রেফারির কোপে সন্দেশ ঝিঙ্গান সহ এক পাক ফুটবলার।
- প্রথমার্ধের খেলা শেষ। ২-০ ব্যবধানে এগিয়ে ব্লু টাইগার্স। ইগর স্টিমাচের বদলে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন ট্যাকনিক্যাল হেড মহেশ গাওলি।
- ডাগ আউট ছেড়ে বেরিয়ে গেলেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। পরিস্থিতি সামাল দিচ্ছেন মহেশ গাওলি (৪৭)
- অপ্রীতিকর পরিস্থিতি মাঠের মধ্যে পাক ফুটবলারদের সাথে ভারতীয় ফুটবলারদের হাতাহাতি। কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে ঝামেলা। (৪৫)
- ঘনঘন আক্রমণ পাক ডিফেন্সে। ফের গোলের সুযোগ হাতছাড়া ভারতের। (৪১)
- ফ্রিকিক থেকে গোলের সুযোগ আসলে ও কাজে লাগাতে পারলেন না অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের বয়স ৩০ মিনিট
- (২৮) ভারতের রক্ষনভাগে হানা দিয়ে ও গোলের দেখা পেলেন না সুফিয়ান। সহজ সুযোগ হাতছাড়া পাকিস্তানের
- ফ্রিকিক থেকে গোলের সুযোগ হাতছাড়া জিকসন সিংয়ের। (২২)
- ১৫ মিনিটের মাথায় ছেত্রীর দ্বিতীয় গোল। ২-০ গোলে এগিয়ে ভারত। পেনাল্টি থেকে গোল করেন সুনীল
- ১১মিনিটের মাথায় কর্নার থেকে গোলের সুযোগ হাতছাড়া পাকিস্তানের। সামাদের দৌলতে বিপদমুক্ত ভারতের
- সময় ১০ মিনিট
- সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গেল ভারত। ফলাফল ১-০ গোল
- ৪ মিনিটের মাথায় কর্নার থেকে সুযোগ হাতছাড়া পকিস্তানের
- শুরু হয়ে গেল খেলা
মাত্র কিছু মিনিট, তারপরেই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে সাফ কাপের অভিযান শুরু করবে ভারত। সদ্য লেবানন কে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। তার আগে কিরঘিজ রিপাবলিকান কে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে সুনীল ব্রিগেড। এবার পাক ব্রিগেড কে হারিয়ে সাফ অভিযান শুরু করার পরিকল্পনা স্টিমাচের। কেমন হতে পারে দলের প্রথম একাদশ।
ধারেভারে প্রতিপক্ষ পাকিস্তানের থাকে অনেকটাই এগিয়ে ভারতীয় ফুটবল দল। তবে এই ম্যাচ যে সর্বদাই একটা আলাদা মাত্রা তা বলার অপেক্ষা রাখে না। তাই প্রত্যেকবার এই ম্যাচ দেখার জন্য কাতারে মানুষের ভিড় ধরা দেয় স্টেডিয়ামে। টিভির পর্দায় ও নজর রাখেন বহু দর্শক।
আজ সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় বেঙ্গালুরুর মাটিতে এই ম্যাচ খেলতে নামছে সুনীল ব্রিগেড। অর্থাৎ এবার ভারতের মাটিতে খেলতে আসছে পাকিস্তান। কিন্তু এবার কোথায় দেখতে পারবেন এই ম্যাচ? বর্তমানে যা খবর টিভির পর্দায় এই ম্যাচ উপভোগ করতে হলে আপনাকে নজর রাখতে হবে ডিডি স্পোর্টস চ্যানেলে। সেখান থেকেই এবার করা হবে ম্যাচের সরাসরি সম্প্রচার।